India vs England 2025

বুমরা-পত্নীর কাছে গাওস্কর-পুজারার অনুরোধ, ওকে সব টেস্ট খেলার জন‍্য রাজি করাও! শুনে স্ত্রীকে কী বললেন জোরে বোলার?

অতিরিক্ত চাপ এড়াতে ইংল্যান্ডে সব ম্যাচ খেলতে চান না জসপ্রীত বুমরাহ। ভবিষ্যতের কথা ভেবে তাঁকে তেমনই পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকেরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:২৮
Share:

(বাঁ দিকে) সঞ্জনা গণেশন এবং জসপ্রীত বুমরাহ (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত। সব ম্যাচে জসপ্রীত বুমরাহকে পাবেন না শুভমন গিলেরা। দেশের অন্যতম সেরা জোরে বোলার সম্ভবত তিনটি টেস্ট খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সুনীল গাওস্কর এবং চেতেশ্বর পুজারা চান সব ম্যাচ খেলুক বুমরাহ। ভারত-ইংল্যান্ড সিরিজ়ের দুই ধারাভাষ্যকার বুমরাহকে রাজি করানোর দায়িত্ব দেন তাঁর সঞ্চালিকা স্ত্রী সঞ্জনা গণেশনকে।

Advertisement

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিন সম্প্রচারকারী চ্যানেলে আলোচনার সময় গাওস্কর বলেন, ‘‘ভাল বিরতি আছে। পরের টেস্টের আগে আট দিন বিরতি রয়েছে। মনে হয় না পরের টেস্ট খেলতে কোনও সমস্যা হবে। তার পরের ম্যাচটা লর্ডসে। লর্ডসে খেলার সুযোগ হাতছাড়া করা ঠিক নয়। সেই ম্যাচের পর আবার আট দিনের বিরতি। চতুর্থ ম্যাচটা হবে ম্যাঞ্চেস্টারে। ওখানে বোলারেরা ভাল সাহায্য পায়। এপ্রিল, মে। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর— ম্যাঞ্চেস্টারে সব সময় বল সুইং করে। তার পরের ম্যাচ ওভালে। পাঁচটা দিনের ব্যাপার। আমার তো মনে হয় বুমরাহের নজর পাঁচটা ম্যাচের দিকেই রয়েছে। আসলে জলপ্রীত, তোমাকে আমাদের দরকার। জসপ্রীত দয়া করে তুমি সব ম্যাচ খেল।’’

তাঁর আগে সঞ্জনাকে অনুরোধ করেন পুজারা। ওই অনুষ্ঠানেই পুজারা বলেন, ‘‘তোমাকে (সঞ্জনাকে) একটা অনুরোধ করতে চাই। তুমি একটু বুমরাহকে বোঝাও, যাতে ও কয়েকটা ম্যাচ বেশি খেলে দেয়। একটু চেষ্টা করে দেখ। পারলে তুমিই পারবে ওকে বোঝাতে। ব্যাপারটা আমরা তোমার উপরেই ছেড়ে দিচ্ছি।’’ স্বাভাবিক ভাবেই সঞ্জনা সে সময় কোনও উত্তর দেননি। হেসে পরিস্থিতি সামাল দেন।

Advertisement

সোমবার টেস্টের চতুর্থ দিন সকালে খেলা শুরুর আগে সাক্ষাৎকার নেওয়ার সময় গাওস্কর এবং পুজারার অনুরোধের কথা জানান বুমরাহকে। অনুরোধ শুনে বুমরাহ হাসি মুখে বলেন, ‘‘এটা নিয়ে আমরা অন্য এক দিন আলোচনা করব।’’

অতিরিক্ত চাপ এড়াতেই সব ম্যাচ খেলতে চান না বুমরাহ। ভবিষ্যতের কথা ভেবে তাঁকে তেমনই পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরাও। কারণ গত বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টে পিঠের পুরনো জায়গায় আবার চোট পান বুমরাহ। সে জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলের শুরুর দিকেও কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এখনও পাঁচটি টেস্ট খেলার ধকল নেওয়ার মতো ফিটনেস নেই তাঁর। অতিরিক্ত চাপ তাঁর ক্রিকেটজীবনের বড় ক্ষতি করতে পারে। তাই দু’ম্যাচের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার কথা বলা হয়েছে বুমরাহকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement