(বাঁ দিকে) বিরাট কোহলি। আন্দ্রে রাসেল (ডান দিকে)। — ফাইল চিত্র।
দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএল জিতেছেন বিরাট কোহলি। তবু তিনি মনে করেন, আইপিএল জয় সব সময় টেস্টে খেলার থেকে পাঁচ ধাপ নীচে থাকবে। কোহলির এই মন্তব্যের বিরোধিতা করলেন আন্দ্রে রাসেল। কেকেআরের ক্রিকেটার জানালেন, ক্যারিবীয় ক্রিকেটারদের ভাবনাচিন্তা সম্পূর্ণ আলাদা।
দেশ-বিদেশ মিলিয়ে টি-টোয়েন্টি লিগগুলিতে অন্তত ১০টি ট্রফি জিতেছেন রাসেল। কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন তিনটি। তিনিই মাত্র একটি টেস্ট খেলেছেন। ২০১৯-এর পর থেকে এক দিনের ক্রিকেটও খেলেন না। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ওয়েস্ট ইন্ডিজ় দলে সুযোগ পেয়েছেন।
সেই রাসেলের মতে, ক্যারিবীয় ক্রিকেটারেরা টেস্ট খেলে সে রকম রোজগার করেন না বলেই টি-টোয়েন্টি লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন। রাসেলের কথায়, “ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে টেস্ট খেলা ক্রিকেটারদের আলাদা চোখে দেখা হয়। ওয়েস্ট ইন্ডিজ়ে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা।”
রাসেলের সংযোজন, “ওই দেশগুলোতে টেস্ট খেলার জন্য লোভনীয় বার্ষিক চুক্তি দেওয়া হয়। বড় মঞ্চে খেলার জন্য ওরা মুখিয়ে থাকে। আর ওয়েস্ট ইন্ডিজ়ে? আপনি হয় ৫০ বা ১০০টা টেস্ট খেলে ফেললেন। অবসর নেওয়ার পর কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না।”
রাসেল টেস্ট ক্রিকেটের মূল্য জানেন। তবু টি-টোয়েন্টি লিগের বদলে কোনও দিন টেস্টে খেলাকে প্রাধান্য দেবেন না। তাঁর কথায়, “আমাকে টেস্ট দল থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছে। বোর্ড আমাকে শুধু সাদা বলের ক্রিকেটার হিসাবে দেখেছে। তা হলে তাই হোক। আমি টেস্ট ক্রিকেটের মূল্য জানি। তবে দিনের শেষে আমি পেশাদার। টেস্টে সে ভাবে না খেলার জন্য আমার কোনও আক্ষেপ নেই।”