ICC Champions Trophy 2025 Final

রবিবার ভারত-নিউ জ়িল্যান্ড ফাইনাল ম্যাচে আম্পায়ার কারা? জানাল আইসিসি

তিনটি প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় দল ছাড়াও আরও এক ব্যক্তি থাকবেন। তিনি ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড ইলিংওয়র্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে আম্পায়ার হিসাবে থাকবেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১০:১৮
Share:

ফাইনালে ফের মুখোমুখি ভারত-নিউ জ়িল্যান্ড। ছবি: পিটিআই।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল। এ বার খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তিনটি প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় দল ছাড়াও আরও এক ব্যক্তি থাকবেন। তিনি ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড ইলিংওয়র্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে আম্পায়ার হিসাবে থাকবেন তিনি। সঙ্গী অস্ট্রেলিয়ার পল রেইফেল।

Advertisement

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাইয়ে। ভারত বনাম নিউ জ়িল্যান্ডের সেই ম্যাচের দায়িত্বে কারা থাকবেন, তা জানিয়ে দিল আইসিসি। ম্যাচ রেফারি হিসাবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগলে। ইংল্যান্ডের আম্পায়ার ইলিংওয়র্থের বয়স ৬১ বছর। তাঁর উপর ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বও ছিল। সেই ম্যাচ হয়েছিল দুবাইয়ে। অস্ট্রেলিয়ার রেইফেলের বয়স ৫৮ বছর। তিনি দক্ষিণ আফ্রিকা-নিউ জ়িল্যান্ড ম্যাচের দায়িত্ব সামলেছিলেন। যে ম্যাচ হয়েছিল লাহোরে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পর পর তিন বছর আইসিসির তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে খেলবে ভারত, যা প্রমাণ করে কতটা ধারাবাহিক এই ভারতীয় দল। এই তিনটি প্রতিযোগিতার ফাইনালেই দায়িত্ব পেলেন ইলিংওয়র্থ। চার বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছেন তিনি। এ বারের ফাইনালেও তাঁর উপর দায়িত্ব দিয়ে আইসিসি বুঝিয়ে দিল, বড় প্রতিযোগিতায় ইলিংওয়র্থের উপর কতটা ভরসা করে তারা।

Advertisement

ফাইনালে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement