KKR vs SRH Match Today

ক্লাসেনের শতরানে ২৭৯ হায়দরাবাদের, কী ভাবে হার কলকাতার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৯:০১
Share:

হেনরিখ ক্লাসেন। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২৩:১৭ key status

১১০ রানে জয় হায়দরাবাদের

কলকাতার বিরুদ্ধে ২৭৮ রান করেছিল হায়দরাবাদ। কলকাতার ইনিংস শেষ ১৬৮ রানে।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২২:২৬ key status

সাজঘরে রিঙ্কু, রাসেল

পর পর উইকেট হারাচ্ছে কলকাতা। রিঙ্কু এবং রাসেল পর পর দু’বলে আউট। তাঁদের ফেরালেন হর্ষ দুবে। পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে কলকাতা। হায়দরাবাদের পেসারেরা স্লোয়ার দিচ্ছিলেন, তাতে সমস্যা হচ্ছিল। চাপ তইরির হচ্ছিল। দলের স্পিনারের তা কাজে লাগালেন।

Advertisement
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২২:০০ key status

হায়দরাবাদের পরিকল্পনা

স্লোয়ার দিচ্ছেন হায়দরাবাদের পেসারেরা। কলকাতা পেসারদের সঙ্গে এখানেই পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। বলের গতি কমিয়ে দেওয়ায় সমস্যায় পড়ছেন রাহানেরা। সুনীল নারাইন আউট হয়ে গিয়েছেন। বাকি ব্যাটারেরাও হাত খুলতে সমস্যায় পড়ছেন।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২১:৩৫ key status

শতরান ক্লাসেনের

৩৭ বলে শতরান করলেন ক্লাসেন। শুরুটা করেছিলেন হেড। কিন্তু ক্লাসেন যে ভাবে খেললেন তাতে বাকি সকলের ইনিংস ম্লান হয়ে গেল। ক্লাসেনকে কী ভাবে আটকানো সম্ভব তা ভেবেই পেলেন না রাহানেরা। স্পিন বা পেস কোনও আক্রমণই কাজে লাগল না। কলকাতার সব বোলারেরা এলেন এবং রান দিলেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২০:৩১ key status

ঝড় তুললেন ক্লাসেনও

অভিষেক আউট হওয়ার পর ব্যাট করতে নামেন ক্লাসেন। তিনি অর্ধশতরান করতে নেন মাত্র ১৭ বল। একের পর এক ছক্কা আর বাউন্ডারিতে কেকেআরের বোলারদের উপর চাপ তৈরি করেন। এমন জায়গায় বল করছেন হর্ষিতেরা যে, সহজেই ছক্কা হাঁকাচ্ছেন ক্লাসেন এবং হেড।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২০:০৩ key status

পাওয়ার প্লে-তে ব্যর্থ নাইট পেসারেরা

পাওয়ার প্লে-তে কোনও উইকেটই তুলতে পারলেন না কলকাতার পেসারেরা। বৈভব, অনরিখ এবং হর্ষিত মিলে ৭৯ রান দিলেন। ২৩ বলে ৪৭ রান করে ফেলেছেন হেড। হাত খুলতে শুরু করেছেন অভিষেক শর্মাও। পাওয়ার প্লে-তে উইকেট না হারালে ব্যাটিং দল আত্মবিশ্বাস পেয়ে যায়। কলকাতার বিরুদ্ধে বড় রান তোলার ভিত গড়ে দিয়েছেন অভিষেক এবং হেড। ম্যাচে ফিরতে হলে কলকাতাকে উইকেট তুলতে হবে। সেই কাজের জন্য রাহানের ভরসা অবশ্যই দলের স্পিনারেরা।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৯:৪৭ key status

খেই হারালেন বৈভব

প্রথম ওভারে মাত্র ২ রান দিয়েছিলেন। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে বলের লাইন, লেংথ গণ্ডগোল করে ফেললেন বৈভব অরোরা। ১৯ রান দিলেন সেই ওভারে। ট্রেভিস হেড একাই ঝড় তুলেছেন। রান দেওয়ার শুরুটা যদিও করেছিলেন এনরিখ নোখিয়ে। তিনি এক ওভারে ২০ রান দিয়েছিলেন।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৯:০৯ key status

কলকাতার প্রথম একাদশ

ওপেন করবেন কুইন্টন ডি’কক এবং সুনীল নারাইন। দলে রয়েছেন অজিঙ্ক রাহানে, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, বৈভব অরোরা, হর্ষিত রানা, অনরিখ নোখিয়ে এবং বরুণ চক্রবর্তী।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৯:০৬ key status

টস জিতল হায়দরাবাদ

দিল্লির মাঠে মুখোমুখি কলকাতা এবং হায়দরাবাদ। টস জিতলেন প্যাট কামিন্স। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৮:১১ key status

শেষ ম্যাচ কেকেআরের

এ বারের আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে উঠতে পারেনি তারা। ফলে লিগ পর্বে খেলেই সন্তুষ্ট থাকতে হবে রাহানেদের। প্লে-অফে উঠতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদও। তাদেরও শেষ ম্যাচ রবিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement