India vs England 2025

চিকেন কারি, পনির কোর্মা, লর্ডসে রবিবার মধ্যাহ্নভোজে ভিড় ভারতীয় খাবারের, আর কী ছিল মেনুতে?

লর্ডসে টেস্ট থাকলে ক্রিকেটার এবং অতিথিদের জন্য প্রতি দিনই বিভিন্ন ধরনের খাবারের তালিকা থাকে। রবিবার লর্ডসে মধ্যাহ্নভোজে যে ‘মেনু’ দেওয়া হল, তাতে ভিড় ভারতীয় খাবারেরই। চিকেন কারি, পনির কোর্মার পাশাপাশি ডালও রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২০:৪৩
Share:

লর্ডস ক্রিকেট মাঠ। ছবি: সমাজমাধ্যম।

লর্ডসে টেস্ট থাকলে ক্রিকেটার এবং অতিথিদের জন্য প্রতি দিনই বিভিন্ন ধরনের খাবারের তালিকা থাকে। রবিবার লর্ডসে মধ্যাহ্নভোজে যে ‘মেনু’ দেওয়া হল, তাতে ভিড় ভারতীয় খাবারেরই। চিকেন কারি, পনির কোর্মার পাশাপাশি ডালও রয়েছে।

Advertisement

টেস্ট ম্যাচে দিনের খেলা শুরুর পরেই খাবারের তালিকা জানিয়ে দেওয়া হয়। এ দিন ভারতীয় ক্রিকেটারেরা দেশীয় খাবারের স্বাদ পেলেন। খাবারের তালিকা বানান বিশেষজ্ঞ পুষ্টিবিদেরাও। ফলে মশলা বা তেলযুক্ত খাবারের ব্যাপারে বিশেষ নজর রাখা হয়।

রবিবার লর্ডসে টমেটো সুপ, চিকেন এবং ওয়াইল্ড মাশরুম, কড মাছের ফিলে, চিকেন টিক্কা কারি, পনির কোর্মা, পালক শাক, ডাল, চিংড়ি, বাসমতি চালের ভাল, সবজি এবং ফলের স্যালাড ছিল মেনুতে।

Advertisement

অভিনব খাবারের তালিকা থাকার জন্য লর্ডস বরাবরই বিখ্যাত। প্রতিটি টেস্টেই প্রচুর অতিথি খেলা দেখতে আসেন। লর্ডসের দুই রাঁধুনি টমি ব্যাঙ্কস এবং টম কেরিজের প্রশংসা করেন তাঁরা।

এ দিন প্রথম সেশনে ইংল্যান্ডের চারটি উইকেট ফেলে দেয় ভারত। যদিও ম্যাচ ছিল উত্তপ্ত। তৃতীয় দিনের খেলা শেষে ইংরেজরা যে চালাকির অবতারণা করেছিল তা ভুলে যাননি কেউই। ফলে ইংরেজ ক্রিকেটারেরা আউট হওয়ার পর ভারতীয়দের উল্লাসের মধ্যেও ছিল বাড়তি উদ্দীপনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement