হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
আইপিএলের এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম খেলেছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার প্রথম ম্যাচেই নজর কেড়েছেন। নতুন সতীর্থের সাফল্যে উচ্ছ্বসিত মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সকে হারানোর পর আনন্দে বেয়ারস্টোকে নিয়ে গানই বেঁধে ফেললেন হার্দিক।
নক আউট ম্যাচে মুব্বইয়ের হয়ে খেলতে নেমেই সফল হয়েছেন বেয়ারস্টো। দলের ইনিংস ওপেন করতে নেমে ২২ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন। উইকেটরক্ষক হিসাবেও ভাল খেলেছেন। নতুন সতীর্থের খেলায় উচ্ছ্বসিত মুম্বই অধিনায়ক। খেলা শেষ হওয়ার পর কথা বলার সময় হঠাৎ গান গাইতে শুরু করেন হার্দিক। তাঁর মুখে শোনা গিয়েছে, ‘‘হোয়াট অ্যা ডেবুউ! জনি! জনি!! জনি বেবি! তেরি মেরি হ্যায় কাহানি।’’ হিন্দি সিনেমা ‘বেবি জন’র একটি গানের কথা সামান্য পরিবর্তন করে সতীর্থকে নিয়ে গেয়েছেন হার্দিক। অধিনায়কের মুখে নিজেকে নিয়ে গান শুনে বিস্মিত হয়েছেন বেয়ারস্টোও। হার্দিকের গাওয়া গান ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
টেস্ট বিশ্বকাপ ফাইনালের জন্য রায়ান রিকলটনকে ছেড়ে দিতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটারের পরিবর্ত হিসাবে মুম্বই কর্তৃপক্ষ দলে নিয়েছেন ইংল্যান্ডের বেয়ারস্টোকে।