India vs England

কোহলি-রোহিতের অবসরে আনন্দে লাফাচ্ছেন কেকেআরের স্পিনার! বলেই দিলেন, ইংল্যান্ডের বড় সুবিধা হল

আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই প্রথম সিরিজ় ভারতীয় দলের। পাঁচটি টেস্ট খেলবে দু’দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ২০:২২
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নেওয়ায় উচ্ছ্বসিত মইন আলি। কলকাতা নাইট রাইডার্সের ইংরেজ অলরাউন্ডারের মতে, আসন্ন পাঁচ টেস্টের সিরিজ়ে ইংল্যান্ডের বোলারেরা চাপমুক্ত থাকতে পারবেন। তাতে সুবিধা হবে ইংল্যান্ডের এবং সমস্যায় পড়বে ভারত।

Advertisement

আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই প্রথম সিরিজ় ভারতীয় দলের। নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর এই সিরিজ়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। এমন সিরিজ়ের আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন কোহলি এবং রোহিত। ফলে ভারতকে নতুন টেস্ট অধিনায়ক খুঁজতে হবে। অভিজ্ঞতার অভাব হতে পারে ভারতের ব্যাটিং লাইন আপেও। দুই সিনিয়র ব্যাটারের অবসরে ইংল্যান্ডের সুবিধা হবে, মনে করছেন মইন।

ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘সুবিধা তো অবশ্যই। ইংল্যান্ডের জন্য দারুণ হল। কোহলি এবং রোহিত সেরা মানের ক্রিকেটার। বেশ কয়েক বার ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা রয়েছে ওদের। শেষ বার ইংল্যান্ডে রোহিত তো বেশ ভাল খেলেছিল। দু’জনেই দেশকে নেতৃত্ব দিয়েছে। দৃঢ় চরিত্রের ক্রিকেটার ওরা। একসঙ্গে দু’জনের অবসর নিশ্চিত ভাবে ভারতের জন্য ক্ষতি।’’

Advertisement

টেস্টে কয়েক বার কোহলিকে আউট করেছেন মইন। তবু তাঁর মতে কোহলির অবসর টেস্ট ক্রিকেটে ক্ষতি। মইন বলেছেন, ‘‘কোহলির অবসর টেস্ট ক্রিকেটের বড় ক্ষতি। কিংবদন্তি। সব সময় লাল বলের ক্রিকেটকে গুরুত্ব দিয়েছে। অসাধারণ ক্রিকেটার। অসাধারণ ওর ক্রিকেটজীবন।’’ তিনি আরও বলেছেন, ‘‘কোহলি ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটের জন্য। আমার মতে, সচিন তেন্ডুলকরের পর ওকে দেখতেই সবচেয়ে বেশি ক্রিকেটপ্রেমী মাঠে আসতেন। কী সব রেকর্ড! দুর্দান্ত ক্রিকেটার। সব সময় লড়াই করার মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেছে। অধিনায়ক হিসাবেও দারুণ। কোহলির অবসর টেস্ট ক্রিকেটের জন্য বড় ধাক্কা।’’

মইন এখন আইপিএল খেলছেন কেকেআরের হয়ে। আগামী ১৭ মে তিনি কোহলির মুখোমুখি হতে পারেন ২০ ওভারের ক্রিকেটে। তবে এ বারের আইপিএলে রোহিতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আর নেই প্রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement