India vs England 2025

লর্ডসের পর ম্যাঞ্চেস্টারেও লেগে গেল দু’দলের, ডাকেটের সঙ্গে আঙুল উঁচিয়ে ঝগড়া সিরাজের

লর্ডস টেস্টে ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে কয়েক বার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। উত্তাপের সেই আঁচ থেকে বাঁচল না ম্যাঞ্চেস্টার টেস্টও। লেগে গেল মহম্মদ সিরাজের সঙ্গে বেন ডাকেটের।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১০:৫৫
Share:

মহম্মদ সিরাজ এবং বেন ডাকেটের বাক্‌যুদ্ধের মুহূর্ত। ছবি: পিটিআই।

লর্ডসের পর ম্যাঞ্চেস্টার। আবার উত্তপ্ত হল ভারত-ইংল্যান্ডের ২২ গজের লড়াই। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন সরাসরি বাগ্‌যুদ্ধে জড়ালেন মহম্মদ সিরাজ এবং বেন ডাকেট। তাঁদের ঝগড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

বৃহস্পতিবার মেঘলা আবহাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি ভারতীয় বোলারেরা। চলতি টেস্ট সিরিজ়ে এখনও পর্যন্ত ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সিরাজ। বৃহস্পতিবার তাঁকে সাধারণ মনে হয়েছে ইংল্যান্ডের দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে। ডাকেট এবং জ্যাক ক্রলির ‘বাজ়বল’ ক্রিকেটের সামনে কোনও পরিকল্পনাই কাজে লাগেনি সিরাজদের। সম্ভবত তাতেই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি সিরাজ। ডাকেটের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

উত্তেজিত সিরাজকে আঙুল উঁচিয়ে কিছু বলতে দেখা যায় ডাকেটের উদ্দেশে। প্রথমে পাল্টা জবাব দেন ইংল্যান্ডের ওপেনারও। তার পরও সিরাজ নানা কথা বলেই যাচ্ছিলেন। তা নিয়ে ডাকেট কথা বলেন মাঠের অন্যতম আম্পায়ার রড টাকারের সঙ্গে। শেষ পর্যন্ত তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, বৃহস্পতিবার সিরাজ ১০ ওভার বল করে ৫৮ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। অন্য দিকে ডাকেট খেলেছেন ১০০ বলে ৯৪ রানের ইনিংস।

Advertisement

লর্ডস টেস্টে ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েক বার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রতিপক্ষ ক্রিকেটারদের ব্যঙ্গ-বিদ্রুপ করেন দু’দলের খেলোয়াড়েরাই। উত্তাপের সেই আঁচ থেকে বাঁচল না ম্যাঞ্চেস্টার টেস্টও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement