Mustafizur Rahman

কলকাতা ছেঁটে ফেলার পরের দিনই বাংলাদেশের লিগে দলকে জেতালেন মুস্তাফিজুর, তবু পেলেন না ম্যাচের সেরার পুরস্কার

শনিবার বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে ছেঁটে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরের দিনই টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করলেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে তাঁর আঁটোসাঁটো বোলিংয়েই জিতল রংপুর রাইডার্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ২২:২৭
Share:

রংপুরের বোলার মুস্তাফিজুর রহমান (মাঝে)। ছবি: সমাজমাধ্যম।

শনিবার বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে ছেঁটে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরের দিনই টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করলেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে তাঁর আঁটোসাঁটো বোলিংয়েই জিতল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একার হাতে দলকে জিতিয়েও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন না মুস্তাফিজুর।

Advertisement

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। রংপুরের শুরুটা ভাল হয়নি। শুরুর দিকের ব্যাটারেরা কেউ রান পাননি। ৩০ রানে ৩ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে দলের হাল ধরেন দাউইদ মালান এবং মাহমুদুল্লাহ। মালান ৩৩ বলে ৩৩ রান করেন। মাহমুদুল্লাহ ৪১ বলে ৫১ রান করেন। শেষের দিকে খুশদিল শাহ ৪টি চার এবং ২টি ছয় মেরে ২১ বলে ৩৮ রান করেন। ১৫৫/৫ স্কোরে শেষ হয় রংপুরের ইনিংস।

জবাবে ঢাকার শুরুটা ভালই হয়। ওপেনিং জুটিতেই ৫৪ রান তুলে ফেলেন রহমানুল্লাহ গুরবাজ় (৩১) এবং আবদুল্লাহ আল মামুন (২০)। দলের হাল ধরেন অধিনায়ক মহম্মদ মিঠুন (অপরাজিত ৫৬)। প্রথম ২ ওভারে ১৭ রান দিয়েছিলেন মুস্তাফিজুর। তাঁকে রেখে দেওয়া হয়েছিল ডেথ বোলিংয়ের জন্য। ১৮তম ওভারে বল করতে এসে মাত্র ২ রান দেন তিনি। শেষ ওভারে জিততে ঢাকার দরকার ছিল ১০ রান। স্লোয়ার এবং কাটার মিলিয়ে বোলিং করে ঢাকাকে ৪ রানের বেশি করতে দেননি মুস্তাফিজুর। তাঁর দল রংপুর জেতে ৫ রানে।

Advertisement

বিপিএলে রংপুর উঠে এসেছে দ্বিতীয় স্থানে। চার ম্যাচে তাদের পয়েন্ট ছয়। রান রেটে রাজশাহীর থেকে এগিয়ে রয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement