ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি: রয়টার্স।
ইংল্যান্ডের কোচিং দলে নিউ জ়িল্যান্ডের আধিক্য বেড়েই চলেছে। ব্রেন্ডন ম্যাকালামকে কোচ করা হয়েছে বছর দুয়েক আগে। জোরে বোলিং বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন টিম সাউদি। এ বার যোগ দিলেন গিলবার্ট এনোকা। নিউ জ়িল্যান্ডের রাগবি দলের কোচ ছিলেন তিনি।
এনোকা মূলত কাজ করবেন ক্রিকেটারদের মানসিক দক্ষতা বাড়ানোর জন্য। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে ২-১ এগিয়ে থাকলেও বাকি দু’টি টেস্ট মোটেই হালকা ভাবে নিতে চাইছে না ইংল্যান্ড। তাই ক্রিকেটারদের মানসিক ভাবে সেরা ছন্দে রাখার ভাবনাচিন্তা করা হয়েছে।
ইংল্যান্ডের দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ম্যাকালামই নিয়ে এসেছেন এনোকাকে। অতীতে দু’জনে এক সঙ্গে নিউ জ়িল্যান্ড ক্রিকেট দলের হয়ে কাজ করেছেন। শুধু ভারত নয়, বছরের শেষ দিকে অ্যাশেজ় সিরিজ়ের জন্য ইংল্যান্ডকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে সাহায্য করবেন এনোকা।
মে-তে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলেছে ইংল্যান্ড। তার আগে থেকেই এনোকা দলের সঙ্গে কাজ করছেন। তবে এত দিন নিজের বাড়ি থেকে সব খেয়াল রাখছিলেন। এ বার দলের সঙ্গে যোগ দিলেন। সপ্তাহের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি।
নিউ জ়িল্যান্ডের রাগবি দল পরিচিত ‘অল ব্ল্যাকস’ নামে। সেই দলের সঙ্গে ২০০০ সাল থেকে যুক্ত ছিলেন এনোকা। ১৫ বছর মানসিক দক্ষতার উন্নতি নিয়ে কাজ করার পর লিডারশিপ ম্যানেজারের পদে ছিলেন। সে সময় পর পর দু’বার বিশ্বকাপ জেতে নিউ জ়িল্যান্ড। তার আগে তিনি নিউ জ়িল্যান্ড ক্রিকেট দল (১৯৯৮-২০০৪) এবং নেটবল দলের (১৯৯৪-১৯৯৭) হয়ে কাজ করছিলেন।
দলের মধ্যে তারকাপ্রথা না-ঢুকতে দেওয়াই এনোকার প্রধান কাজ। অর্থাৎ কোনও ক্রিকেটার নিজেকে দলের চেয়ে আগে রাখলে, নিজের জন্য আলাদা নিয়ম চাইলে, নিজের খেয়ালখুশি মতো আচরণ করলে তাঁর কোনও জায়গা নেই এনোকার কাছে। সে কারণেই ইংল্যান্ড দলে বার বার উঠে এসেছে ‘টিম গেম’-এর কথা।