Manchester Test weather

ভারত-ইংল্যান্ড টেস্ট শুরু হচ্ছে বুধবার, প্রথম দিন কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি? কী বলছে ম্যাঞ্চেস্টারের পূর্বাভাস?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। কেমন থাকবে প্রথম দিনের আবহাওয়া?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৩:০৭
Share:

ম্যাঞ্চেস্টারে কি বুধবার বৃষ্টি হবে। ছবি: রয়টার্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তবে প্রথম তিনটি টেস্টের মাঠগুলিতে যে রকম দেখা গিয়েছিল, তা দেখা যাবে না ম্যাঞ্চেস্টারে। বরং সেখানে আবহাওয়া অনেকটাই ঠান্ডা। শুধু তাই নয়, টেস্টের পাঁচ দিন ধরেই বৃষ্টি হতে পারে।

Advertisement

বুধবারের তাপমাত্রা ১৫-১৯ ডিগ্রির মধ্যে থাকবে। টসের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। গোটা দিনই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। হাওয়া দেবে। রোদের দেখা প্রায় পাওয়াই যাবে না। উত্তর থেকে পশ্চিম দিকে মেঘ সরে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

‘বিবিসি’-র পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিনের খেলার বেশির ভাগ সময়েই বৃষ্টি হবে না। স্থানীয় সময় বিকেল ৫টা থেকে বৃষ্টি হতে পারে। যত সময় যাবে বৃষ্টির পরিমাণও বাড়বে। রাত ১১টার আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই।

Advertisement

তবে আমেরিকার একটি আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের মতে, দুপুর ২টোর সময়ে ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩টে এবং ৪টের সময় সূর্যের আলোর কিছুটা দেখা মিলতে পারে। কোনও কোনও জায়গায় গোটা দিনই বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশে বৃষ্টির মেঘের আনাগোনা থাকবে সারা দিন। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহবিদেরা জানিয়েছেন, বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২১ এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শুক্রবার ম্যাচের তৃতীয় দিনেও আকাশ থাকবে মেঘলা। রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। এ দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। আবহবিদদের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৭ শতাংশ। এ দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২২ এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শনিবার ম্যাচের চতুর্থ দিনেও ম্যাঞ্চেস্টারের আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস, ১০ শতাংশ বৃষ্টি হতে পারে সে দিন। শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২১ এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

রবিবার ম্যাচের শেষ দিনেও পুরো সময় খেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর কয়েক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে লন্ডনের আবহাওয়া অফিস। এ দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২১ এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement