ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যয়ের পর পাক ক্রিকেটে সুখবর, বাবা হলেন মাত্র ২ উইকেট নেওয়া বোলার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য পাকিস্তানের ক্রিকেটারেরা তুমুল সমালোচিত হচ্ছেন। তার মধ্যেই এল সুখবর। যা নিউ জ়িল্যান্ড সফরের আগে মানসিক ভাবে তরজাতা করতে পারে হ্যারিস রউফকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ২০:১৯
Share:

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে কঠিন সময়ে সুখবর পাকিস্তান শিবিরে। বাবা হলেন পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফ। সমাজমাধ্যমে রউফ এবং তাঁর স্ত্রী মুজ়না মাসুদ মালিককে অভিনন্দন জানিয়েছেন শাদাব খান এবং শাহিন আফ্রিদি।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটারেরা যখন তুমুল সমালোচিত হচ্ছেন, সে সময়ই সুখবর এল রউফের ঘরে। সোমবার তাঁর স্ত্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সমাজমাধ্যমে সদ্যোজাত পুত্রের সঙ্গে ছবি দিয়ে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিয়েছেন রউফ। ছেলের নাম রেখেছেন মহম্মদ মুস্তাফা হ্যারিস। প্রথম বার বাবা হলেন পাক জোরে বোলার। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র দু’টি উইকেট পেয়েছেন রউফ।

রউফকে অভিনন্দন জানিয়ে শাদাব সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘হ্যারিস রউফ এবং ওর পরিবারকে প্রথম সন্তান জন্মের জন্য অভিনন্দন। ছোট্ট শিশু এবং ওর পরিবারের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি। আল্লা মঙ্গল করুন।’’ জাতীয় দলের আর এক সতীর্থ আফ্রিদি অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘তোমার এবং তোমার পরিবারের জন্য অফুরন্ত আনন্দ এবং সুখ কামনা করছি।’’

Advertisement

সন্তানের সঙ্গে সময় কাটানোর তেমন সুযোগ পাবেন না রউফ। দলের সঙ্গে নিউ জ়িল্যান্ড সফরে যেতে হবে তাঁকে। আগামী ১৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। ২০২২ সালের ডিসেম্বরে ইসলামাবাদে রউফ এবং মুজ়নার বিয়ে হয়। তাঁরা এক সময় সহপাঠী ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement