আবার ব্যর্থ বাবর আজ়ম। ছবি: এক্স।
দলে ফিরলেও রানে ফিরতে পারলেন না বাবর আজ়ম। তবু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে স্বস্তিতে পাকিস্তান। শান মাসুদের দলের রান ৫ উইকেটে ৩১৩। সাত রানের জন্য শতরান হাত ছাড়া করলেন ওপেনার ইমাম উল হক।
টস জিতে লাহোরের ২২ গজে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে বল করার সুযোগ পেয়েও সুবিধা করতে পারলেন না টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নেরা। ওপেনার আবদুল্লা শফিক (২) দ্রুত আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটের জুটিতে পাকিস্তানের ইনিংসকে ভরসা দিলেন ইমাম এবং মাসুদ। তাঁরা ১৬১ রান তুললেন জুটিতে। ইমাম খেললেন ৯৩ রানের ইনিংস। মারলেন ৭টি চার এবং ১টি ছয়। পাক অধিনায়কের ব্যাট থেকে এল ৭৬ রান। তিনি ৯টি চার এবং ১টি ছয় মারলেন। চার নম্বরে নেমে রান পেলেন না বাবর (২৩)। পাঁচ নম্বরে নেমে প্রথম বলেই আউট হয়ে গেলেন সাউদ শাকিল (শূন্য)। ফলে ১ উইকেটে ১৬৩ থেকে কয়েক ওভারের ব্যবধানে ৫ উইকেটে ১৯৯ হয়ে যায় আয়োজকেরা।
পাকিস্তানকে কিছুটা চাপে ফেললেও তা কাজে লাগাতে পারেননি এডেন মার্করামেরা। তার পর পরিস্থিতি সামাল দিলেন দলে ফেরা আর এক প্রাক্তন অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান এবং পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক সলমন আলি আঘা। দিনের শেষে রিজ়ওয়ান ৬২ এবং সলমন ৫২ রানে অপরাজিত রয়েছেন। ষষ্ঠ উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ১১৪ রান।
প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার সেনুরান মুথুস্বামী ১০১ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা, সিমন হার্মার এবং প্রেনেলান সুব্রায়েন।