New Zealand vs Pakistan

সিরিজ় হারের পর জরিমানা, রিজ়ওয়ান-বাবরদের কেন শাস্তি পেতে হল নিউ জ়িল্যান্ডে?

এক ম্যাচ বাকি থাকতেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় হাতছাড়া হয়েছে পাকিস্তানের। তার সঙ্গে যোগ হয়েছে জরিমানা। মন্থর বোলিংয়ের জন্য পাকিস্তানকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ২০:২৪
Share:

মহম্মদ রিজ়ওয়ান। ছবি: এক্স (টুইটার)।

টি-টোয়েন্টি সিরিজ়ের পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ও হাতছাড়া হয়েছে পাকিস্তানের। তিন ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে কিউয়িরা। গত বুধবার দ্বিতীয় এক দিনের ম্যাচে হারের ফলে আশা শেষ হয়ে গিয়েছে মহম্মদ রিজ়ওয়ানের দলের। সেই ম্যাচেই শাস্তি পেতে হয়েছে পাকিস্তানকে।

Advertisement

পাকিস্তানের ক্রিকেটারদের সিরিজ় হারের ক্ষতে নুন ছিটিয়ে দিয়েছে শাস্তি। দ্বিতীয় এক দিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম বল করেন রিজ়ওয়ানেরা। তাই ম্যাচ রেফারি জেফ ক্রো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী পাকিস্তানকে জরিমানা করেছেন। দোষ স্বীকার করে নিয়েছেন পাক অধিনায়ক রিজ়ওয়ানও।

বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯২ রান করে মাইকেল ব্রেসওয়েলের দল। জবাবে ৪১.২ ওভারে ২০৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। এই ম্যাচেও রান পাননি পাকিস্তানের প্রথম সারির কোনও ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement