সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের মাটিতে আয়োজিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ‘পটৌদী ট্রফি’র বদলে এ বার থেকে বিজয়ী দলকে ‘সচিন-অ্যান্ডারসন ট্রফি’ দেওয়ার কথা বলা হয়। তবে ভারত-ইংল্যান্ড সিরিজ় থেকে মুছে যাচ্ছে না মনসুর আলি খান পটৌদীর নাম। সচিন তেন্ডুলকরের প্রস্তাব মেনে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসিবি কর্তারা।
ইসিবির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক। ক্রিকেট মহলের একাংশ মনে করছিল, ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক মনসুর আলি খান পটৌদীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। সরব হয়েছিলেন সুনীল গাওস্করের মতো প্রাক্তন। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) অসন্তোষ গোপন করেনি। কিন্তু সিরিজ়ের আয়োজক ইংল্যান্ড হওয়ায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইসিবির। এই পরিস্থিতিতে আসরে নামেন সচিন নিজে। তিনি অনুরোধ করেন, নাম বদল হলেও পটৌদীর নাম এই সিরিজ়ের সঙ্গে যুক্ত থাকুক। সেই অনুরোধ রাখলেন ইসিবি কর্তারা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জয়ী দলের অধিনায়ককে যে মেডেল দেওয়া হবে, তা হবে পটৌদীর নামে।
বিতর্ক তৈরি হওয়ায় হস্তক্ষেপ করেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান জয় শাহও। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘বিষয়টা জানার পর সচিন তেন্ডুলকর নিজেই ইসিবির সঙ্গে যোগাযোগ করেন। সচিন অনুরোধ করেন, ভারত-ইংল্যান্ড লড়াইয়ের সঙ্গে পটৌদীর নাম থাকুক। জয় শাহও উদ্যোগ নেন। ইসিবি প্রস্তাব মেনে নিয়েছে। জানানো হয়েছে জয়ী দলের অধিনায়ককে দেওয়া হবে পটৌদীর নামাঙ্কিত পদক।’’ বিতর্কের অবসান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই।
ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে। তার আগের দিন, ১৯ জুন লিডসে উন্মোচন হবে নতুন ‘সচিন-অ্যান্ডারসন ট্রফি’।