ICC Champions Trophy 2025

পাকিস্তানে বিতর্ক! ৫৬৩ কোটি টাকায় তৈরি গদ্দাফি স্টেডিয়ামের ছাদ ফুটো, সেমির আগে দুশ্চিন্তা

বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তার আগে দেখা গেল, স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:৫৬
Share:

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে বৃষ্টি। ভেস্তে যায় খেলা। ছবি: সমাজমাধ্যম।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন করে তৈরি করা হয়েছিল লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। তার জন্য ৫৬৩ কোটি টাকা খরচ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মাঠেই বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তার আগে দেখা গেল, স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। এই ঘটনায় লজ্জা বেড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পাশাপাশি সেমিফাইনালের আগে দুশ্চিন্তা বেড়েছে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে বৃষ্টির কারণে তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে। তার মধ্যে দু’টি করাচি ও একটি লাহোরে। গত শুক্রবার লাহোরের মাঠে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। আফগানিস্তানের ইনিংস শেষ হলেও অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করা যায়নি। ফলে খেলা ভেস্তে যায়। দু’দল এক পয়েন্ট করে পায়।

সেই ম্যাচ চলাকালীন গদ্দাফি স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় ছাদ ফুটো হয়ে জল পড়েছে বলে অভিযোগ দর্শকদের একাংশের। স্টেডিয়ামের ভিতরেও জল জমেছে। অনেক ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

দর্শকদের একাংশের অভিযোগ, এত টাকা খরচ করে তা হলে কী স্টেডিয়াম তৈরি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি সেমিফাইনালেও একই ঘটনা ঘটে, তা হলে তো দেশের লজ্জা আরও বাড়বে। আইসিসিও বিষয়টি ভাল ভাবে দেখবে না। এতে ভবিষ্যতে আইসিসি প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব আর না-ও পেতে পারে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোরের স্টেডিয়াম তৈরি করলেও সেখানকার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে বৃষ্টি থামার পরেও খেলা শুরু করা যায়নি। আউটফিল্ড ঢাকার কোনও ব্যবস্থা নেই। সেমিফাইনালে অবশ্য রিজ়ার্ভ দিন রয়েছে। বুধবারও যদি একই ছবি দেখা যায়, তা হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ আরও বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement