অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে পরিবর্তন। রভমন পাওয়াল এবং অনুকূল রায়কে বাদ দিয়েছে কেকেআর। অধিনায়ক অজিঙ্ক রাহানে দলে ফিরিয়েছেন রমনদীপ সিংহকে। সেই সঙ্গে মইন আলিকেও দলে নেওয়া হয়েছে।
ঘরের মাঠে প্রথমে ব্যাট করবে কলকাতা। রহমানুল্লা গুরবাজ়ের সঙ্গে সুনীল নারাইন ওপেন করবেন। রাহানে রয়েছেন তিন নম্বরে খেলার জন্য। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশীরা। ফিনিশারের ভূমিকায় দেখা যাবে রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিংহ। ব্যাট করতে পারেন মইন আলিও। স্পিন বিভাগ সামলানোর জন্য নারাইন, মইনের সঙ্গে রয়েছেন বরুণ চক্রবর্তী। পেস আক্রমণ সামলাবেন বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন হর্ষিত রানা।
ইডেনের পিচ শুকনো। স্পিনারের বেশি সুবিধা পেতে পারেন। সেই কারণেই তিন জন স্পিনার নিয়ে খেলছে কলকাতা। দুই পেসারের সঙ্গে রাসেল রয়েছেন। প্রয়োজনে তিনি বল করতে পারেন।
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে রবিবার জিততেই হবে কলকাতাকে। বাকি সব ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট পাবে তারা। প্লে-অফে ওঠার আশা বেঁচে থাকবে। যে কারণে জেতার জন্য মরিয়া কলকাতা।
কলকাতার প্রথম একাদশ: রহমানুল্লা গুরবাজ়, সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, মইন আলি, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী।