India A beats Australia A

প্রভসিমরনের শতরান, রান পেলেন শ্রেয়সও, অস্ট্রেলিয়া এ-কে হারিয়ে এক দিনের সিরিজ়‌ ভারত এ-র

ওপেনার প্রভসিমরন সিংহের ১০২ রানের ইনিংস এবং শ্রেয়স আয়ার ও রিয়ান পরাগের অর্ধশতরানের সৌজন্যে অস্ট্রেলিয়া এ-কে তৃতীয় এক দিনের ম্যাচে হারিয়ে দিল ভারত এ। সিরিজ়ও জিতল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ২২:৩৯
Share:

শতরানের পর উচ্ছ্বাস প্রভসিমরনের। ছবি: সমাজমাধ্যম।

ওপেনার প্রভসিমরন সিংহের ৬৮ বলে ঝোড়ো ১০২ রানের ইনিংস এবং শ্রেয়স আয়ার ও রিয়ান পরাগের অর্ধশতরানের সৌজন্যে অস্ট্রেলিয়া এ-কে তৃতীয় এক দিনের ম্যাচে হারিয়ে দিল ভারত এ। সিরিজ় জিতল ২-১ ব্যবধানে।

Advertisement

আগে ব্যাট করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে ৪৯.১ ওভারে ৩১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া এ। অধিনায়ক জ্যাক এডওয়ার্ডসের ৮৯ এবং লিয়াম স্কটের ৭৩ রানের সৌজন্যে বড় রান তোলে তারা। জবাবে ৩৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ২৬২ তুলে ফেলেছিল ভারত এ। আচমকাই ব্যাটিংয়ে ধস নামে। ৩০১ রানের মধ্যে ৮ উইকেট চলে যায় ভারত এ-র। ৫৭ বলে ৫ উইকেট হারায় তারা। তবে বিপরাজ নিগম (অপরাজিত ২৪) এবং অর্শদীপ সিংহের (অপরাজিত ৭) স্নায়ু নিয়ন্ত্রণে রেখে ২৪ বল বাকি থাকতে ভারত এ-কে জিতিয়ে দেন।

অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে বল করতে নেমে শুরুটা ভালই হয়েছিল ভারত এ-র। ছ’ওভারের মধ্যে ২৪ রানে বিপক্ষের তিনটি উইকেট ফেলে দেয় তারা। অর্শদীপ ফেরান জ্যাক ফ্রেজ়ার ম্যাকগার্ক (৫) এবং ম্যাকেঞ্জি হার্ভেকে (০)। হর্ষিত রানা ফেরান হ্যারি ডিক্সনকে (১)। তবে অস্ট্রেলিয়া এ-র হয়ে লড়াই করেন কুপার কনোলি (৬৪)। লাকলান শ-এর (৩২) সঙ্গে ৭১ রান যোগ করেন। এর পর এডওয়ার্ডস এবং স্কট মিলে সপ্তম উইকেটে ১৫২ রান যোগ করেন। অস্ট্রেলিয়া এ ভাল রানে পৌঁছে যায়।

Advertisement

জবাবে ভারত এ দল প্রভসিমরন এবং অভিষেক শর্মার (২২) সৌজন্যে ওপেনিং জুটিতে ১১.২ ওভারে ৮৩ রান তুলে দেয়। মার্ফি পরের ওভারে ফেরান তিলক বর্মাকে (৩)। তবে প্রভসিমরনকে আটকানো যায়নি। অস্ট্রেলিয়ার বোলারদের উপর দাপট দেখাতে থাকেন তিনি। ৬৬ বলে শতরান করেন।

অধিনায়ক শ্রেয়সের (৬২) সঙ্গে তৃতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন প্রভসিমরন। তিনি ফেরার পর শ্রেয়সের সঙ্গে যোগ দেন পরাগ। দু’জনে মিলে ১১৭ রানের জুটি গড়েন। তত ক্ষণ পর্যন্ত ভারত ভালই খেলছিল। তবে তনবীর সাঙ্ঘা (৪/৭২) এবং মার্ফির (৪/৪২) সৌজন্যে ব্যাটিংয়ে ধস নামে ভারতের। পর পর ফেরেন শ্রেয়স, পরাগ এবং নিশান্ত সিন্ধু। আয়ুষ বাদোনি এবং হর্ষিতও পর পর দু’বলে আউট হয়ে যান। তবে বিপরাজ এবং অর্শদীপ ঠান্ডা মাথায় দলকে জিতিয়ে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement