Narendra Modi

খেলার মাঠেও ‘অপারেশন সিঁদুর’, ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, নাম না করে খোঁচা পাকিস্তানকে

এশিয়া কাপ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানাতে গিয়ে তুললেন ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৬
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

টানটান উত্তেজনার পরে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিয়েছে ভারত। আর তার পরেই ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানাতে গিয়ে তুললেন ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ।

Advertisement

রবিবার রাতে খেলা শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’’। তিনি আরও লেখেন, ‘‘ফলাফল একই- ভারত বিজয়ী’’। পহেলগাঁও হামলার পরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের ‘অতীত’ তুলে এ ভাবেই দেশের খেলোয়াড়দের জয়ের জন্য অভিনন্দন জানালেন মোদী। সব শেষে তিনি লেখেন, ‘‘আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।’’

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানে প্রত্যাঘাত করেছিল ভারত। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের নামকরণে সায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অভিযানে ভারতের ‘সাফল্য’ দাবি করে কেন্দ্র সরকার।

Advertisement

রবিবার টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল ১৪৭ রানে। জবাবে ভারত পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নিয়েছিল। আর তারপরেই ‘অপারেশন সিঁদুর’ অভিযানের স্মৃতি মনে করিয়ে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী।

সম্প্রতি, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত না মেলানো ও ম্যাচের পর পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করায় সূর্যের বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান। সেই অভিযোগের শুনানির পর সূর্যের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement