India VS England Test Series

ফিরছেন বুমরাহ, বৃহস্পতিবার লর্ডসে ভারতের প্রথম একাদশে আরও এক বদলের সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত। এই টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরছেন জসপ্রীত বুমরাহ। আরও এক বদলের সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ০৯:১৮
Share:

লর্ডস টেস্টে ফিরছেন জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

এজবাস্টনে জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। বৃহস্পতিবার থেকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে তারা। এই টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরছেন জসপ্রীত বুমরাহ। তিনি ছাড়া আরও এক বদলের সম্ভাবনা রয়েছে ভারতীয় দলে। লর্ডসের উইকেটে ঘাস রয়েছে। ফলে পেসারদের আধিক্য দেখা যাবে দলে।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ:

১) যশস্বী জয়সওয়াল— ফর্মে রয়েছেন এই তরুণ ওপেনার। প্রথম ও দ্বিতীয় টেস্টে রান করেছেন। ফলে তৃতীয় টেস্টেও তিনি ভারতের হয়ে ওপেন করবেন।

Advertisement

২) লোকেশ রাহুল— যশস্বীর মতো রাহুলও প্রথম দুই টেস্টে রান করেছেন। তাঁর অভিজ্ঞতা দলের বড় ভরসা। তিনিও লর্ডসে খেলবেন।

৩) করুণ নায়ার— প্রত্যাবর্তনের পর প্রথম দুই টেস্টে বড় রান করতে পারেননি। কিন্তু তাঁকে নেওয়া হয়েছে তাঁর অভিজ্ঞতার জন্য। তিন নম্বরে আরও এক বার করুণকেই দেখা যাবে লর্ডসে।

৪) শুভমন গিল— ভারত অধিনায়ক স্বপ্নের ফর্মে রয়েছেন। প্রথম দুই টেস্টের ছন্দই তৃতীয় টেস্টে ধরে রাখতে চাইবেন তিনি।

৫) ঋষভ পন্থ— ভারতের ব্যাটিং আক্রমণে বড় ভূমিকা পন্থের। তিনিও ফর্মে রয়েছেন। ফলে প্রথম একাদশে তিনি পাকা।

৬) রবীন্দ্র জাডেজা— দলের একমাত্র স্পিনার। এজবাস্টনে ব্যাট হাতে দুই ইনিংসেই অর্ধশতরান করেছেন তিনি। লর্ডসেও তিনি খেলবেন।

৭) নীতীশ রেড্ডি— এজবাস্টনে বিশেষ কিছু না করলেও লর্ডসের উইকেটে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনি। ভারতের প্রথম একাদশে তিনি থাকবেন।

৮) শার্দূল ঠাকুর— ওয়াশিংটন সুন্দর এজবাস্টনে ভাল খেললেও তাঁকে লর্ডসে বাদ পড়তে হতে পারে। এই টেস্টের পিচ দেখে একজন স্পিনার অলরাউন্ডারের বদলে পেসার অলরাউন্ডার খেলাতে পারেন গৌতম গম্ভীরেরা। সে ক্ষেত্রে শার্দূল খেলতে পারেন।

৯) আকাশদীপ— এজবাস্টনে ১০ উইকেট নেওয়া আকাশদীপ লর্ডসেও ভাল বল করতে চাইবেন। আরও এক বার নতুন বল তুলে দেওয়া হতে পারে তাঁকে।

১০) জসপ্রীত বুমরাহ— আগের টেস্টে বিশ্রাম পেয়েছিলেন। তিনি যে লর্ডসে ফিরছেন তা আগেই জানিয়ে দিয়েছেন অধিনায়ক শুভমন। তিনি ফেরায় প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথম একাদশের বাইরে বসতে হবে।

১১) মহম্মদ সিরাজ— তিনিও এজবাস্টনে ৭ উইকেট নিয়েছেন। ফলে লর্ডসে ভারতের তৃতীয় বিশেষজ্ঞ পেসার হিসাবে খেলবেন সিরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement