শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার খেলতে নেমেছিল পঞ্জাব কিংস। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ১০১ রানে অল আউট হয়ে গেল তারা। এই ম্যাচে লজ্জার রেকর্ড গড়লেন শ্রেয়স আয়ারেরা। আরও দুটো লজ্জার নজিরও গড়ল পঞ্জাব।
বেঙ্গালুরুর বোলারদের সামনে ২০ ওভার খেলতে পারেনি পঞ্জাব। ১৪.১ ওভারে অল আউট হয়ে যায় গোটা দল। অর্থাৎ, ১২০ বলের মধ্যে ৩৫ বল খেলতেই পারেনি তারা। আইপিএলের প্লে-অফের ইতিহাসে এই প্রথম কোনও দল এত কম ওভারে অল আউট হল।
এর আগে ২০০৮ সালের প্লে-অফে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬.১ ওভারে অল আউট হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। সেটা ছিল আইপিএলের প্রথম মরসুম। এত দিন পরে সেই লজ্জার রেকর্ড ভাঙল।
এই ম্যাচে আরও দুটো লজ্জার নজির হয়েছে পঞ্জাবের। এটা তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। ২০১৭ সালে ৭৩ রানে অল আউট হয়েছিল পঞ্জাব। ২০১৫ ও ২০১৮ সালে ৮৮ রানে অল আউট হয়েছিল দল। এ বার ১০১ রানে শেষ হয়ে গেল ইনিংস। আইপিএলের প্লে-অফেও এটা চতুর্থ সর্বনিম্ন স্কোর। ২০১০ সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮২ রানে অল আউট হয়েছিল ডেকান চার্জার্স। ২০০৮ সালে রাজস্থানের বিরুদ্ধে ৮৭ রানে অল আউট হয়েছিল দিল্লি। ২০২৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ১০১ রানে শেষ হয়েছিল লখনউয়ের ইনিংস। তার পরেই রয়েছে শ্রেয়সদের এই ইনিংস।