India vs England 2025

মঙ্গলবার লিডসে বৃষ্টির সম্ভাবনা কতটা? ভারত-ইংল্যান্ড টেস্টের শেষ দিন কি ভেস্তে যাবে?

হেডিংলেতে শেষ দিন জেতার জন্য ইংল্যান্ডের দরকার আর ৩৫০ রান। ভারতের চাই ১০ উইকেট। কিন্তু এই উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:৪৫
Share:

লিডসে শেষ দিন বৃষ্টি হবে? ছবি: এক্স।

উত্তেজক জায়গায় ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের শেষ দিন। হেডিংলেতে শেষ দিন জেতার জন্য ইংল্যান্ডের দরকার আর ৩৫০ রান। ভারতের চাই ১০ উইকেট। কিন্তু এই উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি।

Advertisement

মঙ্গলবার লিডসের আবহাওয়ার যা পূর্বাভাস, তা বেশ হতাশাজনক। সামগ্রিক ভাবে বৃষ্টিপাতের ৮৪ শতাংশ সম্ভাবনা রয়েছে। ভারতের স্থানীয় সময় বিকেল ৩:৩০ থেকে খেলা শুরু হওয়ার কথা। সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। এরপর বিকেল ৪:৩০-এ ৩৪ শতাংশ, বিকেল ৫:৩০-এ ৪০ শতাংশ, সন্ধ্যা ৬:৩০-এ ৫১ শতাংশ। পরের তিন ঘণ্টায় যথাক্রমে ৪৭, ৪৪ ও ৪৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। শুধু বৃষ্টিই নয়, ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে।

বৃষ্টি যদি না হয় এবং আবহাওয়া যদি মেঘলা হয়, তা হলে ভারতের সুবিধা হওয়ার কথা। কারণ দলে রয়েছেন জসপ্রীত বুমরাহের মতো বোলার। ইংরেজ ব্যাটারদের কাজ কঠিন হয়ে যেতে পারে।

Advertisement

চলতি টেস্টে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান করে। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং ঋষভ পন্থ শতরান করেন। জস টং এবং স্টোকস ৪টি করে উইকেট নেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রান তোলে। অলি পোপ শতরান করেন। হ্যারি ব্রুক ১ রানের জন্য শতরান পাননি। বুমরাহ ৫টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬৪ রান তোলে। পন্থ এই ইনিংসেও শতরান পান। কেএল রাহুলও শতরান করেন। ব্রাইডন কার্স ও টং ৩টি করে উইকেট নেন। ৩৭১ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ২১ রান তুলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement