India vs England 2025

খেলা থামিয়ে ইংল্যান্ডের সমর্থককে জামা বদলাতে বাধ্য করলেন জাডেজা! শনিবার কী ঘটল ওভালের গ্যালারিতে?

ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের এক সমর্থককে জামা বদলাতে বাধ্য করলেন রবীন্দ্র জাডেজা। সে জন্য মিনিট দুই খেলাও বন্ধ রাখেন ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৩:৪০
Share:

রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।

ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে আসা এক ক্রিকেটপ্রেমীকে জামা বদলাতে বাধ্য করলেন রবীন্দ্র জাডেজা। শনিবার ব্যাট করার সময় ওই দর্শকের জন্য বল দেখতে সমস্যা হচ্ছিল জাডেজার। সেই দর্শক জামা পরিবর্তন না করা পর্যন্ত খেলা বন্ধ রাখেন ভারতের অলরাউন্ডার।

Advertisement

লাল রঙের টি-শার্ট পরে টেস্ট দেখতে এসেছিলেন ইংল্যান্ডের এক সমর্থক। তিনি বসেছিলেন পিচের প্রায় সোজাসুজি একটা দর্শকাসনে। তাঁর জামার রঙের সঙ্গে মিশে যাচ্ছিল বলের রং। ব্যাট করতে সমস্যা হচ্ছিল জাডেজার। তিনি আম্পায়ারদের অনুরোধ করেন ওই দর্শককে অন্য কোনও আসনে বসানোর ব্যবস্থা করতে বা তাঁর লাল রঙের জামা ঢেকে দিতে। মাঠের আম্পায়ারেরা সেইমতো নির্দেশ দেন নিরাপত্তাকর্মীদের।

লাল টি-শার্ট পরা ইংল্যান্ড সমর্থককে প্রথমে অন্য আসনে বসতে অনুরোধ করা হয়। কিন্তু তিনি রাজি হননি। কারণ তিনি ওই আসনে বসেই খেলা দেখতে স্বচ্ছন্দ বোধ করছিলেন। তার পর তাঁকে লাল টি-শার্ট ঢাকার জন্য অনুরোধ করা হয়। তাতেও রাজি হননি। কিন্তু জাডেজাও অসুবিধার কথা জানিয়ে ব্যাট করতে রাজি হননি। শেষ পর্যন্ত আম্পায়ারদের নির্দেশে এক নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে একটা ধূসর রঙের টি-শার্ট ছুড়ে দেন। কিছুটা নিমরাজি হয়েই লাল টি-শার্টের উপর ধূসর টি-শার্টটি পরে নেন ওই ব্যক্তি। সমস্যার সমাধান হয়। আবার ব্যাট করতে শুরু করেন জাডেজা। মিনিট দুই বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। শনিবার ওভালে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কারণ এমন ঘটনা সাধারণত দেখা যায় না।

Advertisement

ওই ক্রিকেট সমর্থকের সামনের আসনে আর এক যুবকও লাল টি-শার্ট পরে বসেছিলেন। তাঁর জন্য অবশ্য জাডেজার ব্যাট করতে সমস্যা হয়নি। জাডেজার দৃষ্টিপথে সেই যুবক এবং বল এক সঙ্গে আসছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement