মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
বয়স বাড়লে আগের মতো তরতাজা থাকাটা মুশকিল হয়। মহেন্দ্র সিংহ ধোনিরও হচ্ছে। তাঁর হাঁটুতে চোট রয়েছে। পঞ্জাব কিংস ম্যাচে বরফ ঘষতে দেখা গেল পিঠেও। উইকেটরক্ষক হিসাবে অসুবিধা না হলেও, ব্যাট করার সময় দৌড়তে সমস্যা হচ্ছে তাঁর। ১০ বছর আগে ধোনি যে ভাবে খেলতেন, এখন সেটা পারছেন না। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচে বিশ্রাম দেওয়া উচিত ধোনিকে?
পঞ্জাব কিংসের বিরুদ্ধে মঙ্গলবার ধোনি ১২ বলে ২৭ রান করেন। তিনটি ছক্কা এবং একটি চার মারেন তিনি। হাঁটুর চোট উপেক্ষা করেই খেলেছেন। কিন্তু ম্যাচ জেতাতে পারছেন না। ব্যাট করার সময় তাঁর পা পুরো ভাঙছে না। কলকাতার বিরুদ্ধে বিশ্রাম নিলে সুবিধাই হবে ধোনির।
উইকেটের পিছনে ধোনি যদিও রয়েছেন নিজের মেজাজেই। আইপিএলে উইকেটরক্ষক হিসাবে ১৫০টি ক্যাচ নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ নিয়েছেন তিনি। ধোনির ১৫০তম ক্যাচটি নেহাল ওয়াধেরার। দীনেশ কার্তিক (১৩৭) এবং ঋদ্ধিমান সাহাকে (৮৭) অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন ধোনি।
কলকাতার বিরুদ্ধে শুক্রবার ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে চেন্নাই। লিগ তালিকায় নবম স্থানে রয়েছে তারা। ধোনিকে বিশ্রাম দিয়ে নামার ঝুঁকি তারা নেবে কি না তা স্পষ্ট নয়। কিন্তু বিশ্রাম পেলে ধোনির সুবিধাই হত।