Shah Rukh Khan

রিঙ্কুর বিয়েতে কি নাচবেন শাহরুখ, কবে বিয়ে? অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন কেকেআর ব্যাটার

রিঙ্কু সিংহের বিয়েতে নাচার প্রতিশ্রুতি দিয়েছেন শাহরুখ খান। কেকেআর কর্ণধার কি দলের ব্যাটারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন? বিয়ের পরিকল্পনা জানিয়েছেন রিঙ্কু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৩:২০
Share:

(বাঁ দিকে) রিঙ্কু সিংহ এবং শাহরুখ খান (ডান দিকে)। ছবি: এক্স।

আইপিএলের একটা ম্যাচের পর রিঙ্কু সিংহের বিয়েতে নাচার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার কি সত্যিই রিঙ্কুর বিয়েতে নাচবেন? বলিউড বাদশার জন্য অপেক্ষায় রয়েছেন কেকেআর ব্যাটারও। জানিয়েছেন পরিকল্পনার কথাও।

Advertisement

২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালকে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন। সেই ম্যাচের পর উচ্ছ্বসিত শাহরুখ রিঙ্কুকে প্রতিশ্রুতি দেন, তাঁর বিয়েতে যাবেন। বিয়ের অনুষ্ঠানে নাচবেনও। যদিও রিঙ্কুর বাগ‌্‌দানের অনুষ্ঠানে আসতে পারেননি শাহরুখ। একটা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর ব্যাটার বলেছেন, ‘‘বাগ্‌দানের আগে শাহরুখ স্যরের সঙ্গে কথা হয়েছিল। ওঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার জন্য শাহরুখ স্যর আসতে পারেননি। ওঁর সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে বাগ্‌দান অনুষ্ঠানে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর এসেছিলেন।’’

আপনার বিয়েতে শাহরুখ নাচবেন বলেছিলেন। সেটা কি সত্যিই হবে? এই প্রশ্নের উত্তরে রিঙ্কু বলেছেন, ‘‘বিয়েতেও শাহরুখ স্যরকে আমন্ত্রণ জানিয়েছি। দেখা যাক উনি আসতে পারেন কিনা।’’ রিঙ্কু বলতে চেয়েছেন কেকেআর কর্ণধারের উপস্থিতি নির্ভর করবে তাঁর সূচির উপর। কবে বিয়ে করছেন? রিঙ্কু বলেছেন, ‘‘আশা করছি, এ বছরেই বিয়েটা সেরে ফেলব। কয়েক দিন পরই ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে। আমার পরিবারের সকলের ইচ্ছা নভেম্বরে বিয়ের অনুষ্ঠান করার। তবে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। দেখা যাক কখন সকলের সুবিধা হয়।’’

Advertisement

গত জুন মাসে লখনউয়ে রিঙ্কুর বাগ্‌দান অনুষ্ঠান হয়। তাঁর হবু স্ত্রী প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ। সমাজমাধ্যমে ২০২২ সালে তাঁদের পরিচয়। তা থেকেই প্রেম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement