Rishabh Pant Video

‘অবসর নিয়ে নেব?’ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পন্থকে প্রশ্ন করেছিলেন রোহিত, না-দেখা ভিডিয়ো স্বাধীনতা দিবসে প্রকাশ্যে আনলেন ঋষভ

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়‌িল্যান্ডকে ভারত হারিয়েছিল চার উইকেটে। দলের উচ্ছ্বাসের ভিডিয়ো করেছিলেন ঋষভ পন্থ। সেই ভিডিয়ো তিনি প্রকাশ্যে আনলেন স্বাধীনতা দিবসের দিনে। কী রয়েছে ভিডিয়োয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৯:৪২
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে রোহিত শর্মা। — ফাইল চিত্র।

এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছিল ভারত। ফাইনালে নিউ জ়‌িল্যান্ডকে হারিয়েছিল চার উইকেটে। জয়ের পর দলের উচ্ছ্বাসের ভিডিয়ো করেছিলেন ঋষভ পন্থ। সেই ভিডিয়ো তিনি প্রকাশ্যে আনলেন স্বাধীনতা দিবসের দিনে। ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাসের বিভিন্ন মুহূর্ত রয়েছে সেই ভিডিয়োয়। সেখানেই রোহিত একটা সময় পন্থকে জিজ্ঞাসা করেছেন, তিনি অবসর নিয়ে নেবেন কি না।

Advertisement

ভিডিয়ো পোস্ট করে পন্থ লিখেছেন, “শুভ স্বাধীনতা দিবস, ভারত। কিছু কিছু স্মৃতি সারা জীবন আপনার সঙ্গে থেকে যায়। ভারতের হয়ে ট্রফি জেতা সবার উপরে থাকবে। ভারতবাসী হিসাবে গর্বিত।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থ দলে থাকলেও দলের কম্বিনেশনের কারণে একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি।

পন্থের ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে রবীন্দ্র জাডেজার চার মেরে ম্যাচ জেতানোর দৃশ্য। সাজঘরে শুভমন গিল এবং রোহিত শর্মার সঙ্গে উল্লাস করার পর পন্থ বেরিয়ে আসেন মাঠে। সেখানে গৌতম গম্ভীর রোহিতকে জড়িয়ে ধরেন। এর পর মাঠে নেমে ট্রফি জয়ের উল্লাস হয়। সাদা ব্লেজ়ার পরা সতীর্থদের নিয়ে মস্করা করেন পন্থ। ছিলেন বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, অক্ষর পটেলরাও।

Advertisement

ভিডিয়োয় দেখা যায় রোহিতের হাতে একটা স্টাম্প। পন্থ প্রশ্ন করেন, ‘ভাইয়া, এই স্টাম্প নিয়ে কোথায় যাচ্ছ?’ রোহিত উত্তর, “তা হলে কি অবসর নিয়ে নেব? প্রত্যেক বার ট্রফি জিতলেই কি আমাকে অবসর নিতে হবে নাকি?’ হাসতে হাসতে পন্থ বলেন, ‘আমি তো বলিনি। আমরা তো চাই তুমি আরও খেলো।’

২০২৪-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। কোহলি, জাডেজাও সরে দাঁড়িয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ৫০ ওভারের ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন রোহিত। তা অবশ্য হয়নি। এই একটা ফরম্যাটেই রোহিত এখনও খেলেন। ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement