(উপরে) গ্যালারিতে হাততালি দিচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি (নীচে)। ছবি: এক্স।
খেলা দেখতে মাঠে এসেছিলেন তিনি। শেষ পর্যন্ত রইলেন। ভারতের মহিলা দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর খুশিতে মাতোয়ারা রোহিত শর্মা। হরমনপ্রীত কৌরদের আনন্দে তখন তিনিও শামিল। উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে গোটা দলকে অভিবাদন জানালেন তিনি। ভারতের ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের এগিয়ে চলার বার্তা দিলেন কোহলি।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের ইনিংসের মাঝামাঝি সময়ে দেখা যায় রোহিতকে। সাদা টি-শার্ট পরেছিলেন তিনি। মাথায় ছিল টুপি। আইসিসি-র চেয়ারম্যান জয় শাহের পাশে বসে খেলা দেখতে দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ককে। যত বার ক্যামেরায় রোহিতকে দেখানে হচ্ছিল, তত বার দর্শকেরা চিৎকার করছিলেন। রোহিতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রীতিকাও। এক সময় দেখা যায়, ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের পাশে বসে রোহিত। খেলার শেষ দিকে উত্তেজনা ধরা পড়ছিল রোহিতের চোখমুখেও।
হরমনপ্রীতের ক্যাচে ভারত ম্যাচ জেতার পর ক্যামেরা ধরে রোহিতকে। দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে হাততালি দিচ্ছেন তিনি। দু’বছর আগে অহমদাবাদের মাটিতে এক দিনের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন রোহিত। তিনি নিজে এক দিনের বিশ্বকাপ জিততে পারেননি। হরমনপ্রীতেরা জেতার পর মহিলাদের দলের খুশিতে শামিল হন তিনিও। হাততালি দিয়ে গোটা দলকে শুভেচ্ছা জানান।
ভারত বিশ্বকাপ জেতার পর চুপ থাকতে পারেননি কোহলিও। সমাজমাধ্যমে ট্রফি হাতে ভারতীয় দলের ছবি দিয়ে তিনি লেখেন, “তোমরা পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভয়ডরহীন ক্রিকেট খেলে তোমরা গোটা দেশকে গর্বিত করেছ। তোমাদের এই শুভেচ্ছা প্রাপ্য। এই মুহূর্তটা তোমাদের। উপভোগ করো। হরমন ও তার দল দুর্দান্ত খেলেছো। জয় হিন্দ।”
(উপরে) রবিবার এক দিনের বিশ্বকাপ জিতে হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানা। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা (নীচে)। ছবি: এক্স।
রোহিত এক দিনের বিশ্বকাপ জিততে না পারলেও কোহলি জিতেছেন। যদিও ২০২৩ সালে রোহিতের সঙ্গে তাঁরও হৃদয় ভেঙেছিল। তিনি জানেন, এই মুহূর্তের উপলব্ধি কী। সেই বার্তায় হরমনদের দিয়েছেন তিনি।