BCCI

Team Selection: দক্ষিণ আফ্রিকা সিরিজে হয়তো বিশ্রামে রোহিত, রাহুল, পন্থরা, অধিনায়ক কি হার্দিক?

প্রশ্ন হল, এই দু’টি সিরিজে অধিনায়কত্ব করবেন কে? জানা গিয়েছে, দৌড়ে সবার আগে রয়েছেন হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছে নির্বাচকদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে দেখা হতে পারে যে জাতীয় দলের চাপ নিতে তিনি সক্ষম কিনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২০:০০
Share:

ভারতীয় দলে একাধিক বদল হতে পারে ফাইল ছবি

টানা দু’মাস আইপিএল খেলে ক্লান্ত থাকবেন ভারতের প্রথম সারির ক্রিকেটাররা। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অনেককেই বিশ্রাম দেওয়া হতে চলেছে। রোহিত শর্মা এবং কেএল রাহুল সেই তালিকায় সবার আগে রয়েছেন। বিরাট কোহলীকে যে বিরতি দেওয়া হবে সেটা আগেই ঠিক ছিল। এ ছাড়া ঋষভ পন্থ এবং যশপ্রীত বুমরাও বিশ্রাম পেতে পারেন। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

এখন প্রশ্ন হল, এই দু’টি সিরিজে অধিনায়কত্ব করবেন কে? জানা গিয়েছে, সেই দৌড়ে সবার আগে রয়েছেন হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছে নির্বাচকদের। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে দেখা হতে পারে যে জাতীয় দলের চাপ নিতে তিনি সক্ষম কিনা। জানা গিয়েছে, আগামী ২২ মে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা হতে পারে। ওই দিনই আইপিএলের লিগ পর্বের শেষ দিন।

Advertisement

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “ভারতের সমস্ত সিনিয়র ক্রিকেটারদের অন্তত সাড়ে তিন সপ্তাহের বিশ্রাম দরকার। রোহিত, বিরাট, কেএল, ঋষভ এবং বুমরা সরাসরি পঞ্চম টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে। ইংল্যান্ড সিরিজের আগে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের তরতাজা রাখা দরকার।” অধিনায়কত্বের ব্যাপারে ওই সূত্র বলেছেন, “নির্বাচকদের কাছে একাধিক বিকল্প রয়েছে। শিখর ধবন আছে, যে গত বছর শ্রীলঙ্কার গিয়ে ভারতীয় দলকে ইতিমধ্যেই নেতৃত্ব দিয়েছে। কিন্তু গুজরাতের হয়ে পাণ্ড্যের অসামান্য নেতৃত্ব কারওরই নজর এড়ায়নি। তাই ওকেও হিসেবের মধ্যে রাখতে হচ্ছে।”

আরও একটি উল্লেখযোগ্য নির্বাচন হতে পারে দলে। আইপিএলের পারফরম্যান্সের পর অনেকেই দাবি করছেন উমরান মালিককে জাতীয় দলে নেওয়ার। তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন অর্শদীপ সিংহও। কিন্তু সবাইকে টপকে যেতে পারেন লখনউয়ের মহসিন খান। ওই সূত্রের দাবি, মহসিনের শুধু গতি নয়, বাউন্স এবং সুইংও রয়েছে। উমরান এবং অর্শদীপ নজরে থাকলেও শেষ মুহূর্তে বাজিমাত করতে পারেন মহসিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement