T20 Series

India Vs NewZealand 2021: ধোনির শহরে তারুণ্যের জয়গান রোহিতের গলায়

জয়পুরে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। ধোনির শহর রাঁচিতে দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই সিরিজ জয় পাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৮:৫৭
Share:

পর পর দু’ম্যাচে টসে জিতলেন রোহিত ছবি: টুইটার থেকে।

রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে ভাল খবর ভারতীয় শিবিরের জন্য। টসে জিতলেন রোহিত শর্মা। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর টসে জিতে তাঁর মুখে শোনা গেল তারুণ্যের জয়গান। দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।

Advertisement

টসে জিতে রোহিত বলেন, ‘‘শিশিরের জন্য রাঁচিতে রান তাড়া করতে সুবিধা হবে। গত ম্যাচে দলের ছেলেরা ভাল খেলেছে। যে ভাবে তারা ম্যাচ শেষ করেছে তাতে তারা অনেক কিছু শিখতে পেরেছে। ইতিবাচক মানসিকতা নিয়ে তারা নামতে পারবে। দলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার রয়েছে। আগে তারা এই ধরনের পরিস্থিতিতে পড়েনি। কিন্তু তারা যে মানসিকতা দেখিয়েছে তাতে আমরা খুব খুশি। এ ভাবেই পরের ম্যাচগুলিতে এগিয়ে যেতে হবে।’’

Advertisement

জয়পুরে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। ধোনির শহর রাঁচিতে দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই সিরিজ জয় পাকা। এখন দেখার সেই লক্ষ্যে শুরুটা কেমন করে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement