romario shepherd

এক বলে ২০ রান! ক্যারিবীয় লিগে ব্যাট হাতে তাণ্ডব আইপিএলে কোহলির সতীর্থ ক্রিকেটারের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝোড়ো ব্যাটিং করলেন রোমারিয়ো শেফার্ড। দলের হয়ে খেলতে নেমে এক বলে ২০ রান করলেন তিনি। লিগের ১৩তম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের খেলায় এই ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৩:২২
Share:

রোমারিয়ো শেফার্ড। ছবি: সমাজমাধ্যম।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝোড়ো ব্যাটিং করলেন রোমারিয়ো শেফার্ড। দলের হয়ে খেলতে নেমে এক বলে ২০ রান করলেন তিনি। লিগের ১৩তম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের খেলায় এই ঘটনা ঘটেছে। সেন্ট লুসিয়ার শেফার্ড পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৭৩ রান করেছেন।

Advertisement

সাতটি ছয়ের মধ্যে তিনটি ছয় এসেছে একই ওভারে। প্রতিটিই ‘ফ্রি হিট’ থেকে। ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসেছিলেন ওশানে টমাস। তৃতীয় ডেলিভারিটি তিনি ‘নো বল’ করেন। শেফার্ড কোনও রান করতে পারেননি। ‘ফ্রি হিট’ থেকে ছয় মারেন। তবে সেই বলটিও ‘নো’ হয়। আবার একটি ‘ফ্রি হিট’ এবং আরও একটি ছয় মারেন শেফার্ড। ‘ফ্রি হিট’-এর তৃতীয় বলটিও ‘নো’ হয়। সেই বলেও ছক্কা হাঁকান শেফার্ড। প্রতি বারই টমাসের পা ক্রিজ়‌ের বাইরে পড়ায় আম্পায়ার ‘নো বল’ দিয়েছেন। ফলে তিনটি ছয়ের মধ্যে মাত্র একটিই বৈধ বল ছিল। সেই বল থেকে ২০ রান হয়।

গত বারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলে নজর কেড়েছিলেন শেফার্ড। মিডল অর্ডারে নেমে দ্রুততার সঙ্গে রান করতেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে ৩ মে-র ম্যাচে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন। আইপিএলের ইতিহাসে সেটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। দ্রুততম অর্ধশতরানের রেকর্ড রয়েছে যশস্বী জয়সওয়ালের। তিনি ২০২৩-এ কেকেআরের বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতরান করেছিলেন।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়‌ের হয়ে সাদা বলের ক্রিকেটেই খেলেন শেফার্ড। তিনি দেশের হয়ে ৩৯টি এক দিনের ম্যাচ এবং ৬৩টি টি-টোয়েন্টি খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement