Pakistan Cricket

তিন ফরম্যাটে অধিনায়ক হবেন এক জনই, আবার পাকিস্তান দলের খোলনলচে বদলানোর ভাবনা বোর্ডের

পাকিস্তান ক্রিকেট দলে আবার বড়সড় বদল আনার ভাবনাচিন্তা করছে সে দেশের বোর্ড। তিন ফরম্যাটে এক জন ক্রিকেটারকেই অধিনায়ক করার ভাবনাচিন্তা করছে তারা। অর্থাৎ টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের ছাঁটাই হওয়া সময়ের অপেক্ষা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৯:১৩
Share:

পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক হতে পারেন সলমন আলি আঘা (ডান দিকে)। ছবি: রয়টার্স।

পাকিস্তান ক্রিকেট দলে আবার বড়সড় বদল আনার ভাবনাচিন্তা করছে সে দেশের বোর্ড। তিন ফরম্যাটে এক জন ক্রিকেটারকেই অধিনায়ক করার ভাবনাচিন্তা করছে তারা। অর্থাৎ টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের ছাঁটাই হওয়া সময়ের অপেক্ষা।

Advertisement

তিন ফরম্যাটেই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সলমন আলি আঘা। আপাতত তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে ভবিষ্যতে টেস্ট এবং এক দিনের দলের দায়িত্বও নিতে হতে পারে তাঁকে। লাল বলের ক্রিকেটে নতুন কোচের নাম জানানোর সঙ্গে সঙ্গেই আঘাকে টেস্ট দলের অধিনায়ক হওয়ার কথা ঘোষণা করা হবে।

আরও একটি ভাবনা রয়েছে বোর্ডে। ইদের ছুটির পর একটি পর্যবেক্ষক কমিটি গঠনের ঘোষণা হতে পারে। জাতীয় দলের উন্নতির দিকে নজর রাখবে তারা। নিজেদের প্রস্তাব পাঠাবে বোর্ডের চেয়ারম্যানকে। সূত্রের দাবি, প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ এবং প্রাক্তন পেসার সিকান্দার বখতকে লাহৌরে একটি বৈঠকের জন্য ডাকা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থাকে ওই সূত্র বলেছেন, “দুই ক্রিকেটারকেই পর্যবেক্ষক কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটিতে পদের প্রস্তাবও দেওয়া হয়েছে। আরও কিছু প্রাক্তন ক্রিকেটার থাকতে পারেন সেই কমিটিতে।”

ওই সূত্র জানিয়েছেন, সাদা বলের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করে নির্বাচক কমিটির ভূমিকাও বদলাতে চাইছেন চেয়ারম্যান মহসিন নকভি। এখনকার নির্বাচক কমিটিতে বদল হতে পারে। নতুন কমিটি ঘরোয়া ক্রিকেট থেকে আরও বেশি প্রতিভা তুলে আনার দিকে বেশি নজর দেবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement