Shubman Gill

চোট স্রেফ অজুহাত, শুভমনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই, নেপথ‍্যে গুরু গম্ভীর, প্রশ্ন সূর্যকুমারের ভূমিকা নিয়েও

টি-টোয়েন্টি দলে যে শুভমন গিলকে রাখা হবে না, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রত্যক্ষ ভাবে না হলেও, পরোক্ষ ভাবে এই সিদ্ধান্তে মত ছিল কোচ গৌতম গম্ভীর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ২১:২৯
Share:

শুভমন গিল। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমন গিলকে। শনিবার দল ঘোষণা হয়েছে। তার আগেই ঠিক হয়ে গিয়েছিল শুভমনকে বিশ্বকাপের দলে রাখা হবে না। প্রত্যক্ষ ভাবে না হলেও, পরোক্ষ ভাবে এই সিদ্ধান্তে মত ছিল কোচ গৌতম গম্ভীর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। সূর্যকে বাঁচিয়ে শুভমনকে ছেঁটে ফেলার অভিযোগ উঠেছে গম্ভীরের বিরুদ্ধে।

Advertisement

শনিবার সকালে ঠিক হয় শুভমনকে বিশ্বকাপের দলে রাখা হবে না। তবে প্রধান নির্বাচক অজিত আগরকর, সূর্যকুমার বা গম্ভীর কেউ শুভমনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেননি। সংবাদ সংস্থাকে তেমনই জানিয়েছেন বোর্ডের এক সূত্র। শুভমন বা সূর্য, কোনও এক জনের বাদ পড়া নিশ্চিতই ছিল। গত এক বছরে সূর্যের ফর্ম খারাপ হলেও তিনি বেঁচে গিয়েছেন। কোপ পড়েছে শুভমনের উপরে। যে ভাবে শুভমনের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, তাতে ভারতের টেস্ট ও এক দিনের অধিনায়কের হতাশ হওয়াই স্বাভাবিক। সূর্যকুমারও শুভমনের পাশে দাঁড়াননি বলে জানা গিয়েছে।

শনিবার দল নির্বাচনী বৈঠকের কিছু ক্ষণ আগে শুভমনকে ফোন করে তাঁর বাদ পড়ার কথা জানানো হয়। বোর্ডের এক সূত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “বৈঠকের আগে শুভমনের সঙ্গে কথা বলা হয়। বিস্তারিত বলার অধিকার নেই আমাদের। তবে দলের কম্বিনেশনের কথাই বলা হয়েছে।”

Advertisement

এ দিকে সংবাদ সংস্থার দাবি, লখনউ ম্যাচের আগে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছিলেন শুভমন। সেই ম্যাচেই সঞ্জু স্যামসনকে খেলানোর ব্যাপারে মনস্থির করে ফেলা হয়। লখনউ ম্যাচ কুয়াশার কারণে হয়নি। অহমদাবাদে দলের সঙ্গে গিয়েছিলেন শুভমন। চোটও প্রায় সেরে গিয়েছিল। হাড়ে চিড় ধরেনি। শুভমন খেলার মতো অবস্থায় ছিলেন। তা সত্ত্বেও প্রথম একাদশে নেওয়া হয়নি। বোর্ড জানিয়েছিল, ঝুঁকি নেওয়া হবে না বলেই বাদ দেওয়া হয়েছে শুভমনকে। তবে সঞ্জুকে সুযোগ করে দিতেই প্রথম একাদশে তাঁকে রাখার অভিযোগ উঠেছে গম্ভীরের বিরুদ্ধে।

পিটিআই-কে এক প্রাক্তন নির্বাচক বলেছেন, “ইংল্যান্ডে ভাল খেলার জন্য টি-টোয়েন্টিতে শুভমনকে সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু সঞ্জুও তো খারাপ খেলেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ ম্যাচ আগে শুভমনকে বাদ দেওয়া এটাই বুঝিয়ে দিল, অজিত আগরকরের নির্বাচক কমিটি ভুল শোধরাতে নেমে পড়েছে।”

সূর্যকুমারও খাদের কিনারায় রয়েছে। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে রান না পেলে, বিশ্বকাপই হয়তো ভারতের জাতীয় দলে শেষ প্রতিযোগিতা হতে চলেছে। সাজঘরে আস্থাও তিনি হারাবেন বলে অনেকের বিশ্বাস। তাঁকেও শুভমনের মতোই ছেঁটে ফেলা হতে পারে। তখন হয়তো শুভমনকেই আবার টি-টোয়েন্টি দলে ফিরিয়ে এনে অধিনায়ক করে দেওয়া হবে।

শুভমনকে বাদ দেওয়া প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে আগরকর বলেন, “আমরা জানি শুভমন কতটা ভাল ক্রিকেটার। দুর্ভাগ্যবশত গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে নেওয়া হয়নি। দলের কম্বিনেশনই সবার আগে থাকে। ১৫ জনের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। এই মুহূর্তে গিলকেই বাদ দিতে হল।”

একই প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ২০০-র বেশি রান করেছিলাম এবং গিল সেই দলে ছিল। এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার রাখার জন্যই ওকে বাদ দিতে হল। পরের দিকে রিঙ্কু এবং ওয়াশিংটন রয়েছে। তাই উপরের দিকে ঈশানকে দরকার ছিল। গিলের ফর্ম নিয়ে কোনও চিন্তাই নেই আমাদের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement