ICC ODI World Cup 2023

শ্রীলঙ্কা দলে বদল, ফিরিয়ে আনা হল ৩৫ বছর বয়সি প্রাক্তন অধিনায়ককে

পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন পাথিরানা। সেই চোট এতটাই বড় ছিল যে, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। সেই জায়গায় দলে ম্যাথুজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১১:১৭
Share:

শ্রীলঙ্কা দলে বার বার চোট ক্রিকেটারের। ছবি: পিটিআই।

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে বদল। পেসার মাথিসা পাথিরানার চোট ছিল। তিনি এ বারের বিশ্বকাপে খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে নেওয়া হল অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে। ২০ বছরের পাথিরানার জায়গায় দলে ৩৬ বছরের ম্যাথুজ।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন পাথিরানা। সেই চোট এতটাই বড় ছিল যে, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। পরে বিশ্বকাপ থেকেই বাদ হয়ে যান পাথিরানা। এমন কিছু যে হতে পারে, তা আগেই আন্দাজ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই কারণে ম্যাথুজকে ভারতে নিয়ে চলে এসেছিল তারা। আইসিসির অনুমতি পেতেই পাথিরানার জায়গায় ম্যাথুজকে দলে নেওয়া হল।

২০১১ সালে প্রথম বার বিশ্বকাপ খেলেছিলেন ম্যাথুজ। এটি তাঁর চতুর্থ বিশ্বকাপ। শ্রীলঙ্কা দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ২২১টি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ম্যাথুজের। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ৫০ ওভারের ক্রিকেটে ৫৮৬৫ রান করেছেন এবং ১২০টি উইকেট নিয়েছেন। ৪০টি অর্ধশতরান এবং তিনটি শতরান রয়েছে তাঁর।

Advertisement

শ্রীলঙ্কার দু’জন ক্রিকেটার চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেলেন। এর আগে অধিনায়ক দাসুন শনাকা চোট পেয়েছিলেন। তাঁর পেশিতে চোট রয়েছে। সুস্থ হতে তিন সপ্তাহ লাগবে। শনাকা না থাকায় তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন কুশল মেন্ডিস। এ ছাড়া বিশ্বকাপ শুরুর আগে দলের সেরা স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গ চোট পান। তিনি ভারতে আসতেই পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন