stuart broad and yuvraj singh

যুবরাজের হাতে ছয় ছক্কাই ক্রিকেটজীবন বাঁচিয়ে দিয়েছিল! ইংরেজ ক্রিকেটার ব্রড বলছেন, ‘ওটা ছিল আমার কাছে সপাটে থাপ্পড়’

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহের হাতে এক ওভারের ছ’টি বলেই ছক্কা হজম করার এত দিন পর ইংরেজ ক্রিকেটার জানালেন, ওই ঘটনা তাঁকে সফল ক্রিকেটার হতে সাহায্য করেছে। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:১৭
Share:

২০০৭-এর সেই ম্যাচের পর ব্রড (বাঁ দিকে) এবং যুবরাজ। — ফাইল চিত্র।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহের হাতে এক ওভারের ছ’টি বলেই ছক্কা হজম করেছিলেন স্টুয়ার্ট ব্রড। এত দিন পর ইংরেজ ক্রিকেটার জানালেন, ওই ঘটনা তাঁকে সফল ক্রিকেটার হতে সাহায্য করেছে। ব্রডের মতে, ওই ঘটনা ছিল তাঁর গালে ‘সপাটে একটি থাপ্পড়’।

Advertisement

ম্যাথু হেডেনের পডকাস্ট ‘অল ওভার বার’-এ ব্রড বলেছেন, “আমার জীবনে সবচেয়ে বড় থাপ্পড়টা এসেছিল ২০-২১ বছরেই। তাই কী ভাবে সফল হব সেটা বুঝতে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হয়নি। ওই ছ’টা বলই আমাকে অনেক কিছু শিখিয়েছিল। নিজেকে যোদ্ধার মতো গড়ে তুলেছিলাম। বুঝেছিলাম, ক্রিকেট খেলতে গেলে প্রস্তুতি কতটা জরুরি।”

ব্রড কখনও চাননি ছয় ছক্কার মতো কোনও ঘটনা ঘটুক। কিন্তু সেই ম্যাচ থেকে অনেক কিছু ইতিবাচক পেয়েছিলেন তিনি। ইংরেজ বোলারের কথায়, “খেলাধুলোয় বিরক্তিকর একটা কথা আছে, ভাল জিনিস শিখে নাও। আমি কথাটা বলতে ভালবাসি না। তবে সেই ম্যাচে অনেক কিছু ভাল জিনিস শেখার মতো ছিল। আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলাম। নিয়মরক্ষার ম্যাচ ছিল। পরের দিন সকালের বিমানের টিকিটও কাটা ছিল। সেই সময় প্রস্তুতি ব্যাপারটা ভাল করে বুঝতামই না।”

Advertisement

ব্রডের সংযোজন, “সে দিন ওই ম্যাচটার আগে মাত্র ২০ মিনিট প্রস্তুতির সময় ছিল। বল করতে আসার সময় বুঝতেই পারছিলাম না আমি কোথায় আছি, কোন দিক থেকে বল করব বা কী ভাবে ফিল্ডিং সাজাব। বিশ্বকাপের ম্যাচে বল করার সময় এমন ঘটনা বিশ্বাসই করা যায় না। আমার প্রস্তুতি খুব খারাপ ছিল। কী বল করেছি বুঝিইনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement