Anderson-Tendulkar Trophy

‘সচিনের নাম আগে নয় কেন’, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি নিয়ে নতুন প্রতিবাদ গাওস্করের, প্রশ্ন তুললেন পটৌডি পদক নিয়েও

ভারত-ইংল্যান্ড সিরিজ়ের বিজয়ী দলকে দেওয়া হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। এ বার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়ে আপত্তি তুলেছেন সুনীল গাওস্কর। প্রশ্ন তুলেছেন জয়ী দলকে পটৌডির নামাঙ্কিত পদক দেওয়া নিয়েও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৭:০৫
Share:

ট্রফির সঙ্গে অ্যান্ডারসন (বাঁ দিকে) এবং তেন্ডুলকর (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

ভারত-ইংল্যান্ড সিরিজ়ের বিজয়ী দলকে দেওয়া হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। এ বার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর। তাঁর মতে, অভিজ্ঞতা এবং কীর্তি অর্জনের কারণে সচিনের নাম অবশ্যই আগে থাকা উচিত ছিল। তিনি প্রশ্ন তুলেছেন জয়ী দলকে পটৌডির নামাঙ্কিত পদক দেওয়া নিয়েও।

Advertisement

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যুক্তি দিয়েছে, ইংরেজি বর্ণমালায় অ্যান্ডারসনের পদবির আদ্যক্ষর আগে থাকার কারণেই তাঁর নাম আগে রাখা হয়েছে। তা উড়িয়ে দিয়েছেন গাওস্কর। ‘মিড ডে’ সংবাদপত্রের কলামে তিনি লিখেছেন, “ইসিবি ট্রফির নাম যা খুশি রাখতে পারে। কিন্তু অ্যান্ডারসনের নাম আগে দেখে বেশির ভাগ ভারতীয় সমর্থকই বিরক্ত। কপিল দেবের সঙ্গে সচিন তেন্ডুলকর শুধু ভারতের সেরা ক্রিকেটারই নয়, অ্যান্ডারসনের থেকে সচিন প্রায় ১২ বছরের বড়। টেস্ট ক্রিকেটে রান এবং শতরানের দিক থেকে ও সবার উপরে রয়েছে। এক দিনের ক্রিকেটেও বাকিদের থেকে অনেক বেশি রান রয়েছে ওর।”

সচিনের থেকে অনেক কম কীর্তি রয়েছে অ্যান্ডারসনের, মনে করেন গাওস্কর। তাঁর যুক্তি, “টেস্টে উইকেটশিকারিদের তালিকায় তিনে রয়েছে অ্যান্ডারসন। এক দিনের ক্রিকেটে সচিনের রেকর্ডের ধারেকাছে নেই। বিশ্বকাপজয়ী দলে ছিল সচিন। অ্যান্ডারসন কোনও দিন সেটা পারেনি।”

Advertisement

পটৌডির উত্তরাধিকার ধরে রাখতে ইসিবি সিদ্ধান্ত নিয়েছে, জয়ী দলের অধিনায়ক পটৌডির নামাঙ্কিত পদক দেওয়া হবে? গাওস্করের প্রশ্ন, “কেন শুধু মাত্র অধিনায়ককে এই পদক দেওয়া হবে? সিরিজ়‌ ড্র হলে কী হবে? আমার মনে হয়, প্রতি ম্যাচের সেরা ক্রিকেটারকে পটৌডির নামাঙ্কিত পদক দেওয়া হলে ভাল হত। সিরিজ়‌ের সেরা ক্রিকেটারকে পটৌডি ট্রফি দেওয়া উচিত ছিল। এতে প্রতি টেস্টেই পটৌডিকে স্মরণ করা যেত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement