গাওস্করের সেই পয়া জ্যাকেট। ছবি: সমাজমাধ্যম।
সোমবার ওভালে নাটকীয় ভাবে টেস্ট জিতেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় ড্র করে দিয়েছে। জয়ের সেই মুহূর্তে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর। হঠাৎই তিনি নিজের সাদা রংয়ের জ্যাকেট দেখিয়ে বলতে থাকেন, ‘লাকি জ্যাকেট, লাকি জ্যাকেট’। কেন তিনি ওই জ্যাকেটটা দেখালেন তা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটে গাওস্করের কথাতেই।
২০২১-এ ব্রিসবেনের গাব্বায় ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। শুভমন গিল এবং ঋষভ পন্থের ইনিংসে ভর করে গাব্বার দুর্গ ভেঙে দেয় তারা। ৩২ বছর পর সেই মাঠে হারে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ওই জ্যাকেটটি পরেছিলেন গাওস্কর।
শনিবার, ওভাল টেস্টের তৃতীয় দিনে গাওস্কর শুভমনকে কথা দিয়েছিলেন, চতুর্থ দিন ওই একই জ্যাকেট পরে আসবেন যাতে ভারত জিততে পারে। চতুর্থ দিন খেলার নিষ্পত্তি হয়নি। তাই পঞ্চম দিনও গাওস্কর সাদা জ্যাকেট পরে এসেছিলেন। ভারতও জিতেছে। তখনই ওই জ্যাকেটের কথা উল্লেখ করেন গাওস্কর। পরে বলেন, “সিরিজ়ের নির্ণায়ক মুহূর্তের জন্যই এই জ্যাকেটটা তুলে রেখেছিলাম।”
বিরাট কোহলি, রোহিত শর্মা আগেই অবসর নেওয়ায় এই সিরিজ়ে ভারতের সিনিয়র ক্রিকেটারেরা সে ভাবে ছিলেন না। সে কারণেই এই জয়কে গাব্বার থেকেও উপরে রেখেছেন গাওস্কর। এ দিন জয়ের মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সিরাজের বলে গাস অ্যাটকিনসনের অফস্টাম্প ছিটকে যেতেই কমেন্ট্রি বক্সে দাঁড়িয়ে পড়েন গাওস্কর। দু’হাত মুঠো করে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাততালি দিতে থাকেন।