Mumbai Indians

‘আমাদের জিততেই হত’, কার জন্য হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া ছিলেন সূর্যকুমার?

মুম্বইয়ের বিরুদ্ধে ১৯ বলে ৪০ রান করেন সূর্যকুমার। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জানালেন এমন ইনিংস খেলার নেপথ্যে রয়েছেন তাঁর স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৬
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজেই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জেতার জন্য মরিয়া ছিলেন সূর্যকুমার যাদব। তাঁর স্ত্রী দেবিশা শেট্টি হায়দরাবাদে এসেছিলেন খেলা দেখতে। সেই কারণে সূর্যকুমার ম্যাচ জেতার জন্য আরও মরিয়া হয়ে উঠেছিলেন।

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে ১৯ বলে ৪০ রান করেন সূর্যকুমার। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জানালেন এমন ইনিংস খেলার নেপথ্যে রয়েছেন তাঁর স্ত্রী। সূর্যকুমার বলেন, “মুম্বই থেকে দেবিশা এখান এসেছে খেলা দেখার জন্য। আর কী চাই? ও এখানে এসেছে। আমাদের তো জিততেই হত। আমার মনে হয় ইতিবাচক ক্রিকেট খেলা জরুরি। আমরা ভাল খেলতে শুরু করেছি। ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পর পর চারটে ম্যাচ জিতে ভাল লাগছে।”

রোহিত শর্মাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত সূর্যকুমার। তিনি বলেন, “রোহিত আমার কাজ সহজ করে দিয়েছিল। আমি শুধু দ্রুত রান করার চেষ্টা করেছি। আর রোহিতের রান পাওয়া দলের জন্য ইতিবাচক দিক। নেটে আমরা সুইপ মারা অনুশীলন করেছি। ম্যাচেও সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। সেটা করতে পেরে আমি খুশি।”

Advertisement

মুম্বইয়ের দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং দীপক চহরের দাপটে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। সেখান থেকে ১৪৩ রান তোলে তারা। হেনরিখ ক্লাসেন ৪৪ বলে ৭১ রান করেন। তাতেও মুম্বইকে চাপে ফেলা যায়নি। রোহিত (৪৬ বলে ৭০ রান) এবং সূর্যকুমার (১৯ বলে ৪০ রান) মিলে সহজেই সেই রান তাড়া করে ম্যাচ জিতিয়ে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement