T20 World Cup 2021

ভাঙল অপরাজিত থাকার রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে চূর্ণ ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে ষষ্ঠ বার মুখোমুখি হয়েছিল পড়শি দুই দেশ। এই প্রথম বার জয় ছিনিয়ে নিল পাকিস্তান। সেই জয়ও এল দাপটের সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৯:০৪
Share:

পাকিস্তানকে জেতালেন দুই ওপেনার।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২৩:০৩ key status

লজ্জার হার ভারতের

এর আগে কোনওদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারেনি ভারত। ১০ উইকেটে কোনওদিন জেতেনি পাকিস্তান। দুটোই হল একই দিনে।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২২:৫৯ key status

লজ্জার হার ভারতের

এক উইকেটও তুলতে পারলেন না কোহলীরা। দশ উইকেটে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২২:৪২ key status

অর্ধশতরান রিজওয়ানের

বাবরের পর অর্ধশতরান করলেন রিজওয়ানও। ১৫ ওভারে পাকিস্তান ১২১-০।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২২:৩৪ key status

অর্ধশতরান বাবরের

অধিনায়কোচিত ইনিংস বাবর আজমের। অর্ধশতরান করে ফেললেন তিনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২২:১৭

পাকিস্তানের রান ১০ ওভারে ৭১

ক্রমশ জেতার দিকে এগিয়ে চলেছে পাকিস্তান। ক্রিজে রিজওয়ান (৩৫) এবং বাবর (৩৪)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২২:০৭ key status

পাকিস্তান ৮ ওভারে ৫২-০

ক্রিজে রয়েছেন রিজওয়ান (২৯) এবং বাবর (২০)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২২:০০

পাকিস্তান ৬ ওভারে ৪৩-০

এখনও উইকেট পাননি কোহলীরা। অনায়াসে খেলে চলেছে রিজওয়ান (২৫) এবং বাবর (১৭)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:৫৭

পাকিস্তান ৫ ওভারে ৩৫-০

ক্রিজে রয়েছেন রিজওয়ান (২১) এবং বাবর (১৪)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:৪৫

৩ ওভারে পাকিস্তান ২২-০

ক্রিজে রয়েছেন রিজওয়ান (১৪) এবং বাবর (৮)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:৩৬ key status

প্রথম ওভারে ১০ তুলল পাকিস্তান

ভুবনেশ্বরকে চার এবং ছয় মেরে প্রথম ওভারে ১০ রান নিলেন মহম্মদ রিজওয়ান।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:২২ key status

১৫১ তুলল ভারত

কোহলীর অর্ধশতরানের সৌজন্যে ১৫১ তুলল ভারত। জিততে পাকিস্তানের দরকার ১৫২ রান।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:১৫ key status

আউট হার্দিক

ছয় মারতে গিয়ে আউট হার্দিক। ৮ বলে ১১ করে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:০৮ key status

ফিরলেন কোহলী

৪৯ বলে ৫৭ রান করে আউট কোহলী।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২১:০৩ key status

জাডেজা আউট

মারতে গিয়ে ফিরলেন জাডেজা। ১২ বলে ১৩ করে আউট তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২০:৫৯ key status

অর্ধশতরান কোহলীর

পাকিস্তানের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন কোহলী। ৪৫ বলে অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২০:৫৮ key status

১৭ ওভারে ভারত ১১৪-৪

ক্রিজে কোহলী (৪৮) এবং জাডেজা (৯)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২০:৫৩ key status

১৬ ওভারে ভারত ১১০-৪

অর্ধশতরান থেকে চার রান দূরে কোহলী। সঙ্গী জাডেজা (৭)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২০:৪৯

ভারত ১৫ ওভারে ১০০-৪

কোহলী ৩৭ এবং জাডেজা ৬ রানে খেলছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২০:৪৫ key status

১৪ ওভারে ভারত ৯৬-৪

ক্রিজে রয়েছেন কোহলী (৩৫) এবং জাডেজা (৪)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২০:৪০ key status

ভারত ১৩ ওভারে ৮৭-৪

কোহলীর (৩০) সঙ্গে ক্রিজে জাডেজা (১)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement