পাকিস্তানকে জেতালেন দুই ওপেনার।
এর আগে কোনওদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারেনি ভারত। ১০ উইকেটে কোনওদিন জেতেনি পাকিস্তান। দুটোই হল একই দিনে।
এক উইকেটও তুলতে পারলেন না কোহলীরা। দশ উইকেটে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বাবরের পর অর্ধশতরান করলেন রিজওয়ানও। ১৫ ওভারে পাকিস্তান ১২১-০।
অধিনায়কোচিত ইনিংস বাবর আজমের। অর্ধশতরান করে ফেললেন তিনি।
ক্রমশ জেতার দিকে এগিয়ে চলেছে পাকিস্তান। ক্রিজে রিজওয়ান (৩৫) এবং বাবর (৩৪)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
এখনও উইকেট পাননি কোহলীরা। অনায়াসে খেলে চলেছে রিজওয়ান (২৫) এবং বাবর (১৭)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ভুবনেশ্বরকে চার এবং ছয় মেরে প্রথম ওভারে ১০ রান নিলেন মহম্মদ রিজওয়ান।
কোহলীর অর্ধশতরানের সৌজন্যে ১৫১ তুলল ভারত। জিততে পাকিস্তানের দরকার ১৫২ রান।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
মারতে গিয়ে ফিরলেন জাডেজা। ১২ বলে ১৩ করে আউট তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
পাকিস্তানের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন কোহলী। ৪৫ বলে অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
অর্ধশতরান থেকে চার রান দূরে কোহলী। সঙ্গী জাডেজা (৭)।
কোহলী ৩৭ এবং জাডেজা ৬ রানে খেলছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy