Ramiz Raja

পাকিস্তানকে ছিটকে দিতে ভারত ষড়যন্ত্র করেছিল! বাবররা শেষ চারে উঠতেই বিস্ফোরক রামিজ়

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে বাবর আজমরা উঠতেই ঘুরিয়ে ভারতকে খোঁচা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৯:৪৫
Share:

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের। —ফাইল চিত্র

বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠতেই মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজা। ভারতকে খোঁচা দিলেন রামিজ়। তাঁর অভিযোগ, পাকিস্তানকে ছিটকে দিতে ভারত ষড়যন্ত্র করেছিল। কিন্তু সেই ষড়যন্ত্র কাজে আসেনি। কারণ, ভগবান তাঁদের সঙ্গে আছেন।

Advertisement

পাকিস্তান শেষ চারে জায়গা করে নেওয়ার পরে টুইট করেছেন রামিজ়। লিখেছেন, ‘‘ওরাও পরিকল্পনা করে। ঈশ্বরও পরিকল্পনা করেন। আর ঈশ্বর সবার থেকে ভাল পরিকল্পনা করেন।’’

এ বারের বিশ্বকাপে ভারতের পক্ষে ‘ষড়যন্ত্র’ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা বার বার অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। রোহিত শর্মারা যাতে বিশ্বকাপের সেমিফাইনালে সহজে উঠতে পারেন সেই রাস্তা পাকা করে দিয়েছে আইসিসি। টেনে খেলানো হচ্ছে ভারতকে। সেই অভিযোগকারীদের মধ্যে রামিজ়ও ছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পরে তিনি রোহিত শর্মাদের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তান সেমিফাইনালে উঠতেই সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন রামিজ়। ঘুরিয়ে ভারতকে খোঁচা দিলেন তিনি।

Advertisement

রামিজ় পাকিস্তানের প্রশংসা করলেও পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার আবার বাবরদের উপর ক্ষুব্ধ। তাঁর মতে, নিজেদের যোগ্যতায় নয়, দক্ষিণ আফ্রিকা হারায় সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরে পাকিস্তানের শেষ চারে যাওয়ার কোনও যোগ্যতা ছিল না। বাবররা লটারি জিতেছে। বাংলাদেশের সমর্থকরা খুব ভাল। কিন্তু আমাদের এই বিশ্বকাপ জেতাটা খুব দরকার। ভারতকে আরও এক বার আমাদের সামনে চাই।’’

এর আগে জ়িম্বাবোয়ের কাছে হারের পরে আখতার জানিয়েছিলেন, পাকিস্তান এ বারের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তাদের আর শেষ চারে যাওয়ার কোনও আশা নেই। দলের অধিনায়ক বাবরকে ‘জঘন্য’ তকমা দিয়েছিলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদেরও সমালোচনা করেছিলেন আখতার। দল গঠন নিয়ে আপত্তি ছিল তাঁর। কিন্তু তার পরেও সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তাতে খুব একটা খুশি নন আখতার। তাঁর মতে, নিজেদের দক্ষতায় সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান।

অন্য দিকে বাংলাদেশকে হারিয়ে উঠে পাক অধিনায়ক বাবর প্রশংসা করেছেন গোটা দলের। বলেছেন, ‘‘এটা দলগত খেলার ফসল। ক্রিকেট সত্যিই খুব মজার খেলা। যে ভাবে আমাদের দলের ক্রিকেটাররা শেষ চারের জায়গা পাকা করল তার জন্য ওদের কোনও প্রশংসা যথেষ্ট নয়। সামনে সেমিফাইনাল। এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করব।’’

অ্যাডিলেডের উইকেটে ব্যাট করা খুব একটা সহজ ছিল না বলে জানিয়েছেন বাবর। কিন্তু সেই উইকেটে দলের ব্যাটাররা ভাল খেলেছেন বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘এই পিচে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। দু’রকমের গতি ছিল। কোনও বল দ্রুত ব্যাটে আসছিল। কোনও বল থেমে আসছিল। তাই শট খেলতে সমস্যা হচ্ছিল।’’

দল জিতলেও এখনও নিজের ও রিজ়ওয়ানের খেলায় খুশি নন বাবর। তাঁরা রান না করায় মিডল অর্ডারের উপর চাপ বাড়ছে বলেই জানিয়েছেন তিনি। পাক অধিনায়ক বলেছেন, ‘‘আমি ও রিজ়ওয়ান শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হল না। কিন্তু হ্যারিস আক্রমণাত্মক ব্যাটিং করেছে। ওকে দেখে ভাল লাগছে। তবে এখন নিজেদের ব্যাটিং নিয়ে কিছু ভাবছি না। সেমিফাইনাল খেলতে মুখিয়ে আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন