ওয়েস্ট ইন্ডিজ়কে টি-টোয়েন্টি সিরিজ়ে হারানোর পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উল্লাস। ছবি: সমাজমাধ্যম।
তিনটে টেস্ট, পাঁচটা টি-টোয়েন্টি। সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ়কে তাদের দেশে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ়ে ৮-০ চুনকাম করেছে তারা। তবু ভারতের বিশ্বরেকর্ড ভাঙতে পারেনি অস্ট্রেলিয়া। অল্পের জন্য অক্ষত রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের কীর্তি।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথমে তিন টেস্টের সিরিজ় খেলেছিল অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট তারা জেতে ১৫৯ রানে। দ্বিতীয় টেস্ট ১৩৩ রানে জেতে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট ছিল দিন-রাতের। ১৭৬ রানে সেই টেস্ট জিতে সিরিজ় চুনকাম করে অস্ট্রেলিয়া।
তার পর পাঁচটা টি-টোয়েন্টি খেলতে নামে দু’দল। প্রথম ম্যাচ ৩ উইকেটে, দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে, তৃতীয় ম্যাচ ৬ উইকেটে, চতুর্থ ম্যাচ ৩ উইকেটে ও পঞ্চম তথা শেষ ম্যাচ ৩ উইকেটে জেতেন মিচেল মার্শেরা। অর্থাৎ, পাঁচটা ম্যাচেই রান তাড়া করেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ় দুটো ম্যাচে ২০০-র বেশি রান করেও জিততে পারেনি। এই আটটা ম্যাচেই অস্ট্রেলিয়া টস জিতেছে। ফলে রাতের ম্যাচে রান তাড়া করার সুবিধাও তারা পেয়েছে।
বিশ্বের দ্বিতীয় দল হিসাবে বিদেশের মাটিতে সিরিজ় চুনকাম করে জিতল অস্ট্রেলিয়া। এর আগে একমাত্র ভারতই এই কীর্তি করেছে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল কোহলির ভারত। সেখানে তিনটে টেস্ট, পাঁচটা এক দিনের ম্যাচ ও একটা টি-টোয়েন্টি খেলেছিল ভারত। সবগুলোয় জিতেছিল তারা। অর্থাৎ, শ্রীলঙ্কাকে ৯-০ চুনকাম করে হারিয়েছিল ভারত। এক ম্যাচের জন্য কোহলিদের সেই কীর্তি অক্ষত থেকে গেল।
সেই সিরিজ় শুরু হয়েছিল টেস্ট সিরিজ় দিয়ে। প্রথম ম্যাচ ৩০৪ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ইনিংস ও ৫৩ রানে। তৃতীয় টেস্ট ইনিংস ও ১৭১ রানে জিতেছিলেন কোহলিরা। তার পর পাঁচটা এক দিনের ম্যাচ খেলেছিল দু’দল। প্রথম ম্যাচ ৯ উইকেটে, দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে, তৃতীয় ম্যাচ ৬ উইকেটে, চতুর্থ ম্যাচ ১৬৮ রানে ও পঞ্চম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল ভারত। একমাত্র টি-টোয়েন্টি কোহলিরা জিতেছিলেন ৭ উইকেটে। এই পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে, শুধু জয় নয়, দাপট দেখিয়ে তাদের ঘরের মাঠে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল ভারত। ততটা দাপট দেখাতে না পারলেও ভারতের বিশ্বরেকর্ডের কাছে পৌঁছতে পারল অস্ট্রেলিয়া।