ইমাম-উল-হককে বিস্ময় বলে আউট করার পর সতীর্থের সঙ্গে উল্লাস দক্ষিণ আফ্রিকার সাইমন হারমারের (বাঁ দিকে)। ছবি: পিটিআই।
পাকিস্তানের মাটি থেকেই কি ভারতকে হারানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা? রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার স্পিনারদের দেখে তেমনটাই মনে হচ্ছে। উপমহাদেশের উইকেটে নজর কাড়ছে প্রোটিয়াদের স্পিন আক্রমণ। সেই আক্রমণ সামলে রান করেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তবে ব্যর্থ বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ান। রাওয়ালপিন্ডিতে প্রথম দিনের শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৫৯।
প্রথম দিন ১৩তম ওভারেই দেখা যায় স্পিনের চমক। বল করছিলেন সাইমন হারমার। তাঁর বল লেগ স্টাম্পে পড়ে অনেকটা ঘোরে। ওপেনার ইমাম-উল-হক ভাবতে পারেননি, বল অতটা ঘুরবে। তিনি বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। হারমারের বল অফ স্টাম্পে গিয়ে লাগে। আউট হয়ে নিজেও কিছু ক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন ইমাম।
এই ম্যাচে তিন স্পিনার খেলিয়েছে দক্ষিণ আফ্রিকা। হারমার ছাড়া রয়েছেন কেশব মহারাজ ও সেনুরান মুথুস্বামী। পাকিস্তানের ৫ উইকেটের মধ্যে ৪টিই নিয়েছেন স্পিনাররা। হারমার ও মহারাজ ২টি করে উইকেট নিয়েছেন। এর পর নভেম্বর মাসে ভারতে আসবে দক্ষিণ আফ্রিকা। কলকাতায় প্রথম টেস্ট, গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট। ভারতের মাঠেও স্পিনারেরা সাহায্য পান। তাই কি এখন থেকেই স্পিনারদের তৈরি রাখছে টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নেরা?
ইমাম রান না পেলেও পাকিস্তানের অপর ওপেনার আবদুল্লা শফিক রান পেয়েছেন। তার জন্য তাঁর ভাগ্যও দায়ী। দু’বার শফিকের ক্যাচ পড়েছে। ষষ্ঠ ওভারে কাগিসো রাবাডার বল তাঁর অফ স্টাম্প ছুঁয়ে বেরিয়ে যায়। বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে যান শফিক। ৫৭ রান করেন তিনি। সমাজমাধ্যমে তাঁর ভাগ্যের জোর নিয়ে আলোচনা চলছে।
রান পেয়েছেন মাসুদ। তিন নম্বরে নেমে ৮৭ রান করেছেন তিনি। শতরান হাতছাড়া হয়েছে অধিনায়কের। তবে বাবর মাত্র ১৬ রান করে মহারাজের বলে আউট হয়েছেন। রিজ়ওয়ান করেছেন ১৯ রান। তাঁকে আউট করেছেন রাবাডা। দিনের শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ২৫৯। সাউদ শাকিল ৪২ ও সলমন আঘা ১০ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম টেস্টে ৯৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তাই ভারতে আসার আগে দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া তারা। তবে রাওয়ালপিন্ডিতেও যে ভাবে স্পিন হচ্ছে তাতে পাকিস্তানের দুই স্পিনার নোমান আলি ও সাজিদ খানকে সামলাতে সমস্যায় পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।