টেম্বা বাভুমা। —ফাইল চিত্র।
আগামী নভেম্বরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় খেলবে ভারত। রয়েছে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ়ও। তার এক মাস আগেই শুভমন গিলদের সতর্কবার্তা দিয়ে রাখলেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হুঁশিয়ারি দিলেন ভারতের মাটিতে দাঁড়িয়েই।
২০০০ সালের পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ় জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এ বার ব্যর্থতা মুছতে মরিয়া বাভুমা। তাঁকে অনুপ্রাণিত করছে গত বছর নিউ জ়িল্যান্ডের পারফরম্যান্স। ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতেছিল কিউয়িরা। সে ভাবেই দেশের মাটিতে শুভমনদের কোণঠাসা করার পরিকল্পনা করছে দক্ষিণ আফ্রিকা।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বাভুমা বলেছেন, ‘‘ভারত সফর কখনই সহজ হয় না। এখানকার পিচে নিউ জ়িল্যান্ড কী ভাবে খেলেছে, আমরা দেখেছি। ওদের সাফল্যে আমরা অনুপ্রাণিত। জানি ভারতের মাটিতে অনেক দলই ব্যর্থ হয়েছে। তবু আমরা এ বার ভাল কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’’
নিউ জ়িল্যান্ডের টেস্ট সিরিজ় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দুই স্পিনার আজাজ় পটেল এবং মিচেল স্যান্টনার। শুভমনদের একই ভাবে স্পিনের ফাঁদে ফেলতে চান বাভুমা। তিনি বলেছেন, ‘‘ভারতের পিচগুলো স্পিন সহায়ক হয়। এখানে এসে স্পিন সহায়ক পিচে খেলতে হলে আমরা একটুও অবাক হব না। সাধারণ ভাবে সব দলই নিজেদের সুবিধা মতো এবং শক্তি বিবেচনা করে পিচ তৈরি করে। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি যে ভাবে তৈরি করা হয়েছে, তাতে এটুকু সুবিধা নেওয়া স্বাভাবিক। আমরা জানি, ভারতে স্পিন সহায়ক পিচেই খেলতে হবে।’’
গত বার টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন বাভুমারা। স্বভাবতই তাঁদের হালকা ভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। তার উপর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ় খেলে এসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে হবে শুভমনদের। দু’টেস্টের সিরিজ়ের পর তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দু’দল। ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর থেকে।