Asia Cup 2025

এশিয়া কাপে নতুন ভূমিকায় ভারতের দুই প্রাক্তন সহকারী কোচ, কোন দায়িত্বে থাকবেন ভরত অরুণ, অভিষেক নায়ার?

এশিয়া কাপ শুরুর আগের দিন ধারাভাষ্যকারদের নাম প্রকাশ্যে আনলেন সম্প্রচারকারী চ্যানেলের কর্তৃপক্ষ। ইংরেজি, হিন্দি ছাড়াও তামিল ভাষায় ধারাভাষ্য শুনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৯
Share:

(বাঁ দিকে) ভরত অরুণ এবং অভিষেক নায়ার (ডান দিকে)। —ফাইল চিত্র।

এশিয়া কাপ শুরুর আগের দিন প্রকাশ্যে এল ধারাভাষ্যকারদের নাম। সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী-সহ ভারতের বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটারকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসাবে। থাকবেন ভারতীয় দলের প্রাক্তন দুই সহকারী কোচ ভরত অরুণ এবং অভিষেক নায়ারও।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসাবে নিয়মিত দেখা যায় গাওস্কর এবং শাস্ত্রীকে। এ বারের এশিয়া কাপে এমন কয়েক জনকে দেখা যাবে, যাঁরা নিয়মিত খেলার ধারাভাষ্য করেন না। এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যকার হিসাবে গাওস্কর, শাস্ত্রী ছাড়াও থাকছেন সঞ্জয় মঞ্জরেকর, রবীন উথাপ্পা, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, বাজ়িদ খান, রাসেল আর্নল্ড এবং সাইমন ডুল।

হিন্দি ধারাভাষ্যকার হিসাবে থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ নায়ার, বীরেন্দ্র সহবাগ, ইরফান পাঠান, অজয় জাডেজা এবং সাবা করিম। তামিল ধারাভাষ্যকার হিসাবে থাকছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ অরুণ, ডব্লিউভি রমন, বেঙ্কটপতি রাজু এবং বেনুগোপাল রাও।

Advertisement

সোমবার এশিয়া কাপের ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছেন প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেলের কর্তৃপক্ষ। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। এ বারের প্রতিযোগিতা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement