IPL 2025

রিভিউ নেওয়া নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জাডেজার! কাঠগড়ায় তিন পক্ষ, আসলে ভুল কার?

চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিসের আউট নিয়ে বিতর্ক চলছে। ওই ঘটনায় ভুল আসলে কার ছিল? ব্যাখ্যা দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৬:৪৪
Share:

রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।

একটি সিদ্ধান্ত বদলে দিয়েছে ম্যাচের রং। মাত্র ২ রানে যে ম্যাচের ফয়সালা হয় সেই ম্যাচে আম্পায়ারের প্রতিটি সিদ্ধান্তের গুরুত্ব থাকে। চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিসের আউট নিয়ে বিতর্ক চলছে। ওই ঘটনায় কাঠগড়ায় তিন পক্ষ। কেউ বলছেন, ব্যাটারের ভুল, কারও মতে ভুল আম্পায়ারের, কেউ আবার দুষছেন সম্প্রচারকারী সংস্থাকেই। ভুল আসলে কার ছিল? ব্যাখ্যা দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধরি।

Advertisement

কী ঘটেছিল ম্যাচে?

বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৭তম ওভারে ব্যাট করতে নামেন ব্রেভিস। লুঙ্গি এনগিডির প্রথম বল তাঁর প্যাডে লাগে। ফুলটস বল ব্যাটে লাগাতে পারেননি ব্রেভিস। বেঙ্গালুরু আবেদন করলে আম্পায়ার নীতিন মেনন আউট দেন। তার পরেও দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন দুই ব্যাটার। তার পরে ব্রেভিস ও রবীন্দ্র জাডেজা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে রিভিউ নেবেন কি না। তাঁরা যখন ঠিক করেছেন যে রিভিউ নেবেন, ঠিক তখনই আম্পায়ার জানিয়ে দেন নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পেরিয়ে গিয়েছে। অর্থাৎ, তিনি আর রিভিউ নিতে পারবেন না। এই ঘটনায় জাডেডা বিরক্ত হয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে থাকেন। তাতে অবশ্য সিদ্ধান্ত বদলায়নি। শূন্য রানে ফিরতে হয় ব্রেভিসকে।

Advertisement

ব্রেভিসের আউটের রিপ্লে চেন্নাইকে আরও ধাক্কা দেয়। রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। অর্থাৎ, রিভিউ নিলে বেঁচে যেতেন ব্রেভিস। সে ক্ষেত্রে হয়তো বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করে জিতেও যেত চেন্নাই।

জায়ান্ট স্ক্রিনে দেখায়নি সময়

আম্পায়ারের কোনও সিদ্ধান্তের পর রিভিউ নেওয়ার জন্য ব্যাটারদের কাছে কত সময় রয়েছে তা মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। সেটা দেখেই ব্যাটার বা বোলিং দলের অধিনায়ক সময় বুঝতে পারেন। কিন্তু ব্রেভিসের ক্ষেত্রে জায়ান্ট স্ক্রিনে সময় দেখানো হয়নি। সেই অভিযোগই করছিলেন জাডেজা। তাতে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত বদল হয়নি। তবে কি জায়ান্ট স্ক্রিনে সময় না দেখানোর ভুলের খেসারত দিতে হল চেন্নাইকে?

অনিল দোষ দিচ্ছেন চেন্নাইয়ের দুই ব্যাটারকে

ভারতের অভিজ্ঞ আম্পায়ার অনিল দোষ দিচ্ছেন ব্রেভিস ও জাডেজাকে। তাঁর কথায়, “মাঠের জায়ান্ট স্ক্রিনে সময় দেখানো উচিত। সেটা কেন হল না জানি না। তবে যদি সময় না-ও দেখানো হয় তার পরেও ৫ সেকেন্ড সময় বাকি থাকতে আম্পায়ার সেটা ব্যাটারদের জানান। সেটাই নিয়ম। নীতিনও নিশ্চয় তা করেছে। আমি প্রথম বার দেখলাম আম্পায়ার আউট দেওয়ার পরেও ব্যাটারেরা দৌড়ে রান নিচ্ছে। আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই তো বল ডেড। তার পরে রান নেওয়ার কোনও মানেই নেই। যদি রিভিউতে সিদ্ধান্ত বদল হত তার পরেও সেই রান চেন্নাই পেত না। ওরা বোকামি করেছে। রান নিতে গিয়ে সময় নষ্ট করেছে। এই দায় ওদেরই।”

কী বলছে ক্রিকেটের নিয়ম?

আইসিসির নিয়মে স্পষ্ট বলা আছে, আম্পায়ার যখনই কোনও সিদ্ধান্ত দিচ্ছেন (সেটি আউট বা নটআউট দুটোই হতে পারে) তার পরেই বল ডেড হয়ে যাচ্ছে। অর্থাৎ, আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর পরের মুহূর্ত থেকেই রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ড শুরু হয়ে যাচ্ছে। সেটি সব ক্রিকেটারই জানেন। সেটা মাথায় রেখেই রিভিউ নিতে হয়। আম্পায়ার পাঁচ সেকেন্ড আগে এক বার ক্রিকেটারদের সতর্ক করেন। আর সময় শেষ হয়ে গেলে একটি ইশারা করেন। জায়ান্ট স্ক্রিনে যে ১৫ সেকেন্ড সময় দেখাতেই হবে তার কোনও বাধ্যবাধকতা নেই।

এই নিয়ম থেকে পরিষ্কার, চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে আম্পায়ার বা জায়ান্ট স্ক্রিনের কোনও দায় ছিল না। ব্যাটারেরা নিজেদের দোষে সময় নষ্ট করেছেন। তাঁরা ১৫ সেকেন্ডের কথা মাথায় রাখেননি। হতে পারে রান তাড়া করার চাপেই পুরো বিষয়টি হয়েছে। কিন্তু বাকি কাউকে তার জন্য দায়ী করা যায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement