Rohit Sharma and Virat Kohli

আইসিসি-র র‌্যাঙ্কিং থেকে আচমকা উধাও কোহলি, রোহিতের নাম! কেন এমন হল?

দু’জনেই এখনও এক দিনের ক্রিকেটে খেলছেন। দু’জনেই গত সপ্তাহের তালিকায় ছিলেন। অথচ বুধবার আইসিসি-র র‌্যাঙ্কিং থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৭:৪৯
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

দু’জনেই এখনও এক দিনের ক্রিকেটে খেলছেন। দু’জনেই গত সপ্তাহের তালিকায় ছিলেন। অথচ বুধবার আইসিসি-র র‌্যাঙ্কিং থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। যদিও ঘণ্টাখানেক পরে দু’জনেরই নাম ফিরে আসে। তবে দেখা যায়, র‌্যাঙ্কিং শেষ বার ‘আপডেট’ করা হয়েছে ১০ অগস্ট। বিষয়টা নিয়ে কোনও ব্যাখ্যাও দেয়নি আইসিসি।

Advertisement

গত সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন ২ নম্বরে। ৭৫৬ পয়েন্ট ছিল তাঁর। কোহলি ছিলেন চতুর্থ স্থানে। তাঁর ৭৩৬ পয়েন্ট ছিল। অথচ বুধবারের র‌্যাঙ্কিংয়ে দু’জনের কারওরই নাম ছিল না। যে র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল তাতে ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন শুভমন গিল। ভারতীয়দের মধ্যে প্রথম দশে ছিলেন শ্রেয়স আয়ার। ৭০৪ পয়েন্ট নিয়ে তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন। বাবর আজম গত সপ্তাহে ছিলেন তিনে। রোহিতের নাম না থাকায় তিনি দুইয়ে উঠে এসেছিলেন। রোহিত ফেরায় আবার তিন নম্বরে চলে গিয়েছেন।

এ দিন এক দিনের ক্রিকেটের বিভিন্ন র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। দল, ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার— এই চার বিভাগের র‌্যাঙ্কিংয়েই দেখা গিয়েছিল, শেষ বার তালিকা ‘আপডেট’ করা হয়েছিল ১৯ অগস্ট। অথচ এক ঘণ্টা পর বাকি র‌্যাঙ্কিংগুলোর ‘আপডেট’-এর দিন ১৯ অগস্ট, ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়ের ‘আপডেট’-এর তারিখ দেখানো হয়েছে ১০ অগস্ট। বিষয়টা নিয়ে আইসিসি-ও কিছু বলেনি।

Advertisement

আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার গত ৯-১২ মাস এক দিনের ক্রিকেট বা টি-টোয়েন্টি না খেললে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে এই সময় ১২-১৫ মাস। এ ছাড়া, কোনও ক্রিকেটার যদি কোনও ফরম্যাট থেকে অবসর নেন তা হলে সেই ফরম্যাটের র‌্যাঙ্কিং থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়।

তবে কোহলি এবং রোহিতের ক্ষেত্রে কোনওটাই প্রযোজ্য নয়। দু’জনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। ৯ মার্চের ফাইনালই এখনও পর্যন্ত দু’জনের খেলা শেষ এক দিনের ম্যাচ। তার পরে ভারতও কোনও এক দিনের ম্যাচ খেলেনি। ফলে পাঁচ মাস দুই ক্রিকেটার এক দিনের ক্রিকেটের বাইরে। তা সত্ত্বেও কেন কোহলি, রোহিতের নাম বাদ পড়েছিল এবং পরে ফেরানো হল, তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement