Blind Women's Cricket Team

হরমনদের সঙ্গে বিস্তর ফারাক দৃষ্টিহীন কন্যা দীপিকাদের, বিশ্বকাপ জিতলেও তুলনাই হয় না দুই দলের ক্রিকেটারদের আয়ের

রবিবার দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। সপ্তাহ তিনেক আগে ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল। তবে দুই মহিলা দলের বেতন থেকে সুযোগ-সুবিধা, সব দিক থেকেই আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২১:১০
Share:

বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে হোটেলে ফিরে কেক কাটছেন দৃষ্টিহীন মহিলা দলের ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

রবিবার দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে তারা হারিয়েছে নেপালকে। অপরাজিত থেকেছে গোটা প্রতিযোগিতায়। তার সপ্তাহ তিনেক আগেই ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল। তবে দুই মহিলা দলের বেতন থেকে সুযোগ-সুবিধা, সব দিক থেকেই আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। মহিলা ক্রিকেটারেরা যেখানে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন, দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের ভাগ্যে সেখানে কয়েক লাখ টাকা ছাড়া কিছু নেই।

Advertisement

ভারতের মহিলা ক্রিকেটারদের এখন বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি রয়েছে। পুরুষদের সঙ্গে তফাত অনেকটাই। তবু সর্বোচ্চ পর্যায়ে থাকা ক্রিকেটারেরা বছরে ৫০ লক্ষ টাকা করে পান। এ ছাড়া পুরুষদের সমান ম্যাচ ফি পান তারা। টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ, এক দিনের ম্যাচের জন্য ছয় লক্ষ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য তিন লক্ষ টাকা করে পান। তবে দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের আয় তার ধারেকাছেও নেই। তারা ম্যাচপিছু তিন হাজার টাকা করে পান।

দৃষ্টিহীন ক্রিকেটারেরা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অংশ নন। দৃষ্টিহীন ক্রিকেটারদের দায়িত্বে রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ব্লাইন্ড ইন ইন্ডিয়া বা সিএবিআই। খেলোয়াড়দের কিট, ম্যাচ ফি, যাতায়াত, প্রশিক্ষণ, বিদেশ সফর-সহ বিভিন্ন ধরনের খরচ মেটায়। প্রচার বা অন্য কোনও মাধ্যম থেকে নিজেদের আয় প্রায় নেই-ই। বিভিন্ন মানুষের থেকে দান বাবদ পাওয়া অর্থেই কাজ চালাতে হয়। সঙ্গে রয়েছে স্বল্প সংখ্যক স্পনসরেরাও।

Advertisement

অতীতে মহিলা ক্রিকেট দলও বিসিসিআইয়ের অন্তর্ভুক্ত ছিল না। তখন মহিলা ক্রিকেটারদের অবস্থাও ছিল দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের মতোই। বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর মহিলা ক্রিকেটারদের অবস্থার উন্নতি হয়। এখন দেখার, দৃষ্টিহীন ক্রিকেটারেরাও আগামী দিনে বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement