India vs Pakistan

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ খেলাবেন বাংলাদেশের দুই আম্পায়ার, আট জনের তালিকায় ভারত থেকে ক’জন?

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেই প্রতিযোগিতায় যে সকল আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন তাদের তালিকা সোমবার প্রকাশ করল এশীয় ক্রিকেট সংস্থা বা এসিসি। ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বে কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩১
Share:

ভারত এবং পাকিস্তানের দুই সমর্থক। — ফাইল চিত্র।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেই প্রতিযোগিতায় যে সকল আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন তাদের তালিকা সোমবার প্রকাশ্যে আনল এশীয় ক্রিকেট সংস্থা বা এসিসি। জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ার। একজন মাঠে, একজন তৃতীয় আম্পায়ার হিসাবে। ভারত থেকে দু’জন আম্পায়ার থাকছেন এশিয়া কাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে।

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান। তাঁর সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। বাংলাদেশের গাজ়ি সোহেল থাকবেন তৃতীয় আম্পায়ার হিসাবে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।

ভারত থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বীরেন্দ্র শর্মা এবং রোহন পন্ডিত। শ্রীলঙ্কার রুচিরা ছাড়াও থাকছেন রবীন্দ্র উইমালাসিরি। আফগানিস্তানের দুই আম্পায়ার হলেন আহমদ পাকতিন এবং ইজ়াতুল্লাহ সফি। পাকিস্তান থেকে দু’জন হলেন আসিফ ইয়াকুব এবং ফয়সল আফ্রিদি। দুই ম্যাচ রেফারি হলেন পাইক্রফ্ট এবং রিচি রিচার্ডসন।

Advertisement

মঙ্গলবার আবু ধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারত নামছে পর দিন। দুবাইয়ে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।

জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলেছিল ভারত। তার পর আবার এই ফরম্যাটে খেলতে চলেছে তারা। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে এ বার এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে। ভারতই গত বার এশিয়া কাপ জিতেছিল।

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়া সাম্প্রতিক কালে এই প্রথম কোনও বড় প্রতিযোগিতায় নামছে ভারত। রোহিত এবং কোহলি দু’জনেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অবসর নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement