India vs Australia

কেন বরুণের বল খেলতে এত সমস্যা হয়? ভারতীয় স্পিনারের রহস্য ফাঁস করলেন সতীর্থ স্পিনারই

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীকে নামানোর চাল কাজে লেগে গিয়েছে। পাঁচ উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিং ধসিয়ে দিয়েছেন বরুণ। বরুণের বলের রহস্য ফাঁস করেছেন তাঁরই দলের স্পিনার অক্ষর পটেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ২১:০৮
Share:

রবিবার ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বরুণ। ছবি: সমাজমাধ্যম।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীকে নামানোর চাল কাজে লেগে গিয়েছে। পাঁচ উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিং ধসিয়ে দিয়েছেন বরুণ। শুধু তা-ই নয়, বাকি স্পিনারদের থেকে তাঁর বল খেলতেও সমস্যা হয়েছে কিউয়ি ব্যাটারদের। বরুণের বলের রহস্য ফাঁস করেছেন তাঁরই দলের স্পিনার অক্ষর পটেল।

Advertisement

নিউ জ়‌িল্যান্ড ম্যাচের পর অক্ষর বলেছেন, “বরুণের হাত দেখে বোঝা শক্ত যে ও কী রকম বল করবে। তা ছাড়া যে গতিতে ও বল করে সেটাও খেলা মুশকিলের। তাই যদি কোনও ব্যাটার বলের লাইন ধরতে না পারে তা হলে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি, বরুণের ডেলিভারি হাওয়ায় অনেক দ্রুত গতিতে যায়।”

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর যে ভাবে নিজেকে বদলে নিয়েছেন বরুণ, তা মনে ধরেছে অক্ষরের। বলেছেন, “সব প্রশংসা ওরই প্রাপ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর অভিজ্ঞতা ভাল হয়নি। তার পরে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে। ওর মানসিক দক্ষতাই বুঝিয়ে দেয়, যে কোনও পরিস্থিতি সামলাতে ও কতটা তৈরি। দেখে বোঝাই যাচ্ছে যে ও টি-টোয়েন্টির সাফল্য এক দিনের ক্রিকেটেও ধরে রেখেছে।”

Advertisement

কিউয়িদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে ভারতের টপ অর্ডার। পাঁচ নম্বরে নেমে অক্ষর গুরুত্বপূর্ণ ৪২ রানের ইনিংস খেলেন। শ্রেয়স আয়ারের সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে ভারতের ধস সামলান। মিডল অর্ডারে নিজের ভূমিকা নিয়ে এই অফস্পিনার বলেছেন, “সুযোগ পেলে আমি পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি। এখন দৃষ্টিভঙ্গি একটু বদলেছে। আগে নীচের দিকে ব্যাট করতাম বলে দ্রুত রান করার চেষ্টা করতাম। এখন জানি যে পরের দিকে অনেক ব্যাটার রয়েছে। তাই পরিস্থিতি অনুযায়ী সময় নিয়ে খেলার চেষ্টা করি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement