India VS England Test Series

লর্ডসে পঞ্চম দিন নামার আগেই কি বাড়তি সুবিধা পেয়ে গেল ভারত? ইংল্যান্ড কোচের কথায় ইঙ্গিত

ভারতের বিরুদ্ধে বল করার সময় আঙুলে চোট পেয়েছেন শোয়েব বশির। ইংল্যান্ডের স্পিনার কি পঞ্চম দিন বল করতে পারবেন? জবাব দিলেন ইংল্যান্ডের সহকারী কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:৪৭
Share:

লর্ডসে ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। ছবি: পিটিআই।

টান টান জায়গায় রয়েছে ম্যাচ। লর্ডসে পঞ্চম দিন ম্যাচ জিততে পারে ভারত-ইংল্যান্ড দু’দলই। ভারতের দরকার আরও ১৩৫ রান। ইংল্যান্ডের চাই ৬ উইকেট। ভারতের হয়ে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন ডানহাতি অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের ডানহাতি অফ স্পিনার শোয়েব বশির প্রথম ইনিংসে বল করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। তিনি কি পঞ্চম দিন বল করতে পারবেন? জবাব দিলেন ইংল্যান্ডের সহকারী কোচ।

Advertisement

লর্ডসে চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকথিককে এই প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, “আমরা অন্তত ২৫০ রান করতে চেয়েছিলাম। এই উইকেটে কত রান করে জেতা যাবে সেটা বোঝা মুশকিল। কিন্তু যা-ই হোক আমরা লড়াই করব। বশির এখন অনেকটাই ভাল। আশা করি ও কাল কয়েক ওভার হলেও বল করতে পারবে।”

ট্রেসকথিকের কথা থেকে বোঝা যাচ্ছে, এখনও চোট পুরোপুরি সারেনি বশিরের। চতুর্থ দিন ব্যাট করার সময়ও বোঝা গিয়েছে, ডান হাতে বেশি জোর দিতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে তিনি পঞ্চম দিন কত ওভার বল করতে পারেন সে দিকে নজর থাকবে। এই উইকেটে বল স্পিন করাতে হলে আঙুলের চাপে বল ছাড়তে হবে। সেটাও তিনি কতটা করতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। বশির যদি ভাল বল করতে না পারেন তা হলে সুবিধা হবে ভারতের। কারণ, সে ক্ষেত্রে পুরোপুরি পেসারদের উপর নির্ভর করতে হবে ইংল্যান্ডকে। জো রুট স্পিন করতে পারেন ঠিকই, কিন্তু তিনি পার্ট টাইম স্পিনার। তাই তাঁর ওভারে রানও উঠতে পারে।

Advertisement

ট্রেসকথিক অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁরা জিতবেন। তিনি বলেছেন, “সোমবার প্রথম ঘণ্টার উপর সব কিছু নির্ভর করছে। ভারত ইতিবাচক খেলতে চাইবে। আমাদের উপর চাপ বাড়াতে চাইবে। কিন্তু খেলা শুরুর প্রথম ঘণ্টাতেই আমরা ভারতের বাকি ৬ উইকেট ফেলে দেব।” ট্রেসকথিকের কথা অনেকটা হুঁশিয়ারির মতোই শুনিয়েছে। ভাবখানা এমন, ভারতকে হারানো তাঁদের কাছে সময়ের অপেক্ষা।

চতুর্থ দিন শেষ এক ঘণ্টায় খেলায় ফিরেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারতের ৪ উইকেট ফেলে দিয়েছে তারা। শেষ এক ঘণ্টা তাঁদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন ট্রেসকথিক। তিনি বলেন, “শেষ এক ঘণ্টা দুর্দান্ত ক্রিকেট হয়েছে। সকলে নিজের সেরাটা দিয়েছে। দর্শকেরাও আমাদের জন্য গলা ফাটিয়েছেন। সব মিলিয়ে টান টান খেলা হয়েছে।”

তৃতীয় দিন পর্যন্ত দেখে মনে হচ্ছিল, এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু চতুর্থ দিন সবটা বদলে গিয়েছে। এক দিনে পড়েছে ১৪ উইকেট। প্রথমে ভারতীয় বোলারেরা দাপট দেখিয়েছেন। ওয়াশিংটন সুন্দরের ৪, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের ২ এবং আকাশদীপ ও নীতীশ রেড্ডির ১ উইকেটে ইংল্যান্ডকে ১৯২ রানে অল আউট করে দিয়েছে ভারত।

১৯৩ রান তাড়া করতে নেমে ভারতেরও ৪ উইকেট পড়ে গিয়েছে। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার ও অধিনায়ক শুভমন গিল ব্যর্থ। তবে ক্রিজ়ে রয়েছেন লোকেশ রাহুল। টেস্ট জিততে ভারতের দরকার আরও ১৩৫ রান। এখন দেখার পঞ্চম দিন বাজিমাত করে কোন দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement